দু'দিনের এই আয়োজনে গীতা ৮ জনের সঙ্গে দেখা করবেন ৷ গীতাকে বিয়ে করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০টি বয়োডাটা জমা পড়েছে ৷ তার মধ্যে থেকে ১৪ জনকে বেছে নিয়েছেন গীতা ৷ সবার জন্য ১০ মিনিট করে বরাদ্দ করেছেন গীতা ৷ পাত্র তালিকায় কে বা নেই ? সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সরকারি কর্মচারী, ব্যবসায়ী কে বা নেই ৷
advertisement
বাবা, মায়ের খোঁজ খবর না পেয়েই আড়াই বছর থেকে মুক-বধির গঠন গীতাকে মানুষ করেছে ৷ বহু মানুষ গীতার মা, বাবা বলে দাবি করলেও মেলেনি উপযুক্ত প্রমাণ ৷ বেশ কয়েকজন গীতার বাবা-মা হওয়ার দাবি করলেও তা চূড়ান্ত হবে ডিএনএ পরীক্ষার পরেই ৷ বিদেশমন্ত্রকের সবুজ সংকেতের প্রেক্ষিতেই গীতার বর খোঁজা শুরু হয়েছে ৷ স্বয়ম্বর সভায় গীতার পছন্দই চূড়ান্ত পছন্দ বলেই গণ্য করা হবে ৷
আরও পড়ুন : অবশেষে উদ্ভবের ঠাকরের মানভঞ্জনে অমিত শাহ, দীর্ঘ বৈঠক দু'নেতার