TRENDING:

ফেসবুকে প্রেম, হংকং থেকে ভারতে এলেন মেম বউ !

Last Updated:

কে প্রথম ফেসবুকে ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠিয়েছিল তা এখন মনে নেই দু’জনের ৷ তবে হংকংয়ের মিষ্টি মেয়ে হাইলি-র কিন্তু মনে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিকানের: কে প্রথম ফেসবুকে ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠিয়েছিল তা এখন মনে নেই দু’জনের ৷ তবে হংকংয়ের মিষ্টি মেয়ে হাইলি-র কিন্তু মনে আছে বিকানিরের পৃথ্বির লেখা তাঁকে নিয়ে প্রথম কবিতা৷ যা পৃথ্বি, হাইলিকে ফেসবুকেই পাঠিয়েছিল ৷ তারপর টানা ছ’বছরের ফেসবুকে প্রেম ৷
advertisement

যেখানে সামনাসামনি থেকেও প্রেমিক-প্রেমিকারা নিজেদের প্রেমকে ধরে রাখতে চান না, সেই সময় দাঁড়িয়ে দূরান্তের সম্পর্ক নিঁখুতভাবে এগিয়ে নিয়ে চলল হাইলি ও পৃথ্বি ৷

হাইলির কথায়, স্বপ্ন বুনেছিলাম মনে মনে ৷ ভালোবাসার মানুষের সঙ্গেই ঘর বাঁধব ৷ সেই স্বপ্নকে নিয়ে ৬ বছর পর হংকং থেকে ভারতে উড়ে এলেন হাইলি ৷ আর ভারতে এসেই বিকানিরে ছুট৷ সেখানেই তো তাঁর মনের মানুষ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে পৃথ্বিও অপেক্ষা করেছিল তাঁর প্রেমিকার জন্য ৷ আর আসা মাত্রই মধুরেণ সমাপয়েৎ ৷ রীতিমতো হিন্দুশাস্ত্রমতেই হাইলি বিয়ে করলেন পৃথ্বিকে !

বাংলা খবর/ খবর/দেশ/
ফেসবুকে প্রেম, হংকং থেকে ভারতে এলেন মেম বউ !