একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি যাতে সেদিনের ঘটনার কিছু অংশ দেখা যায়। ঠিক কী হয়েছিল? ভিডিওতে দেখা যায় রাস্তার মাঝামাঝি অনেকখানি অংশ খোঁড়া রয়েছে। তাতে বৃষ্টির জল জমে আছে। দেখে গভীরতা বোঝার উপায় নেই। সেখানেই পড়ে গেলেন সেই তরুণী। চলাচলের পথে তিনি গর্তের গভীরতা মাপতে যেতেই বিপত্তি। অনুমানের চেয়ে বেশি ছিল গভীরতা। পা গর্তে রাখতেই পিছলে পড়ে যান। ডুবে যেতে থাকেন জল কাদার গভীরে। ওঠার চেষ্টা করলেও তাঁর পক্ষে সম্ভব হয় না। তাঁকে সেই অবস্থায় দেখতে পেয়ে ছুটে আসে একটি বাচ্চা ছেলে। সে একটি গাছের ডাল ছুড়ে দেয় তরুণীর দিকে। সেটি ধরেই কোনও মতে গরতের বাইরে আসতে পারেন তিনি।
advertisement
ভিডিও দেখে নেটিজেনরা শিউরে ওঠেন। মন্তব্য করেন, ছোট ছেলেটি সময় মতো এসে না পড়লে সেই তরুণীর প্রাণ সংশয় হতে পারত। বর্ষার মধ্যে এভাবে রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে কেন, এ নিয়েও প্রশ্ন উঠছে।
গত বছর জুলাইতেই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল এই রাস্তা খোঁড়ার কারণে। বর্ষায় জল জমে নর্মদা পাইপ লাইনের কাজে খনন করা গর্ত কার্যত অদৃশ্য হয়ে গেছিল। তাতেই পড়ে মৃত্যু হয় ৫ বছরের ছেলে বংশ পান্ডের। ইনদওরের বুকেই ঘটেছিল সেই ঘটনা। বছর ঘুরতেই বর্ষায় ফিরে এল সেই আতঙ্কের অধ্যায়।