TRENDING:

Ghulam Nabi Azad: গুরুদায়িত্ব প্রত্যাখ্যান গুলাম নবির! কংগ্রেস নেতার সিদ্ধান্তে জোর জল্পনা

Last Updated:

২০২১ সালে রাজ্যসভায় মেয়াদ শেষ হয় গুলাম নবি আজাদের।  তাঁর বিদায়লগ্নে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের একাধিক পদ থেকে সরে দাঁড়ালেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। সেখানকার প্রচার কমিটি এবং রাজনৈতিক কর্মকাণ্ড বিষয়ক কমিটির চেয়ারম্যান করা হয় তাঁকে। প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে জি-২৩ গোষ্ঠীর বিক্ষুব্ধ নেতা হিসেবে পরিচিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাব নবি আজাদ।
গুলাম নবি আজাদ৷
গুলাম নবি আজাদ৷
advertisement

বছর দুয়েক আগে সোনিয়া গান্ধিকে চিঠি লিখে দলের সংগঠনের খোল নলচে বদলের আবেদন জানান কংগ্রেসের ২৩ জন নেতা। তাঁদের মধ্যে ছিলেন গুলাম নবি আজাদ। তাঁরা জি ২৩ বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পরিচিত। গতকাল গুলাম নবি আজাদকে নিয়োগ করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। তার কয়েক ঘন্টা পরে ইস্তফা দেন তিনি।

আরও পড়ুন: মোদির জন্মদিনে দেশ জুড়ে রক্ত দেবেন মানুষ! মেগা রক্তদান শিবিরের আয়োজন

advertisement

২০২১ সালে রাজ্যসভায় মেয়াদ শেষ হয় গুলাম নবি আজাদের।  তাঁর বিদায়লগ্নে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন৷ চোখের জলেই "প্রকৃত বন্ধু" গুলাম নবিকে ফেয়ারওয়েল দেন মোদি৷ গুলাম নবি সংসদে দাঁড়িয়ে নিজের বিদায়ী সম্ভাষণে বলেন যে, ভারতীয় মুসলিম হওয়াটা তাঁর কাছে গর্বের৷ তিনি সৌভাগ্যবান যে তাঁকে পাকিস্তানে যেতে হয়নি৷

গুলাম নবি বলেন, "আমি কখনও পাকিস্তানে যাইনি৷ আমার মনে হয় তার জন্য আমি সৌভাগ্যবান৷ আমি সেই সকল ভাগ্যবানদের মধ্যেই পড়ি, যাঁরা কখনও পাকিস্তান যায়নি৷ আমি যখন পাকিস্তানের পরিস্থিতি নিয়ে কিছু পড়ি, তখন মনে হয় হিন্দুস্তানি মুসলিম হওয়াটা আমার কাছে গর্বের৷"

advertisement

আরও পড়ুন: বড় খবর! সরকার গড়েই বিহারে ২০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি নীতীশ তেজস্বীর!

গুলাম নবির সঙ্গে নিজের রাজনৈতিক কেরিয়ারের স্মৃতিচারণা করতে গিয়ে মোদি বলেছিলেন, "আমি কোনও দিন শ্রী আজাদজি ও প্রণব মুখোপাধ্যায়ের অবদান ভুলব না৷ যখন সন্ত্রাস হামলার জন্য গুজরাতের বহু মানুষ কাশ্মীরে আটকে ছিলেন৷ সে রাতে গুলাম নবিজি আমাকে ফোন করেছিলেন...৷" এই কথা বলতেই বলতেই মোদির চোখে জল চলে আসে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

তারপর তিনি খানিক থেমে জলের গ্লাসে চুমুক দেন৷ এরপর মোদি বলেন, "মনে হয়েছিল পরিবারের কোনও সদস্য ফোন করেছেন আমায়৷ এরকম অনুভূতিই উনি আমাকে দেখিয়ে ছিলেন৷" এই প্রসঙ্গে গুলাম নবি তাঁর বক্তব্যে বলেন, ""আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের অবসান ঘটে।" এদিন তিনি মোদিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বলেছেন, "একটা সময় ছিল যখন আমার আর প্রধানমন্ত্রীর কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু কখনও উনি তা ব্যক্তিগত ভাবে নেননি৷"

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Ghulam Nabi Azad: গুরুদায়িত্ব প্রত্যাখ্যান গুলাম নবির! কংগ্রেস নেতার সিদ্ধান্তে জোর জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল