TRENDING:

Ghatal Master Plan : ঘাটাল মাস্টারপ্ল্যানকে জাতীয় সমস্যা হিসেবে দেখা হোক! নেত্রীর নির্দেশে দিল্লি দরবারে তৃণমূল...

Last Updated:

Ghatal Master Plan : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) চাইছেন যত দ্রুত সম্ভব এই প্রকল্প বাস্তবায়িত হোক। সেইমতো দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যের মন্ত্রীরা (Trinamool)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

তৃণমূলের (TMC) রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, গত ৪ দশক ধরে ঘাটাল মাস্টারপ্ল্যান (Ghatal Master Plan)  বাস্তবায়িত হয়নি। এর প্রধান কারণ অর্থের অভাব। মাননীয়া মুখ্যমন্ত্রী বহু বার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছেন। কিন্তু কাজ হয়নি। নীতিগতভাবে কেন্দ্রীয় সরকার যে আর্থিক সাহায্য করা দরকার তা না করার কারণে প্রকল্পটি (Ghatal Master Plan)  বাস্তবে রূপায়িত করা যাচ্ছে না। এর ফলে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্রতিবছর জলমগ্ন হচ্ছে। ঘরবাড়ি সম্পত্তি ক্ষয় ক্ষতির পাশাপাশি চাষবাস ব্যাহত হচ্ছে। মানুষ বন্যাদুর্গত হয়ে দিন কাটাচ্ছেন।"

advertisement

রাজ্য সরকার সূত্রের খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যত দ্রুত সম্ভব এই প্রকল্প যাতে বাস্তবায়িত হয়। সেই কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশে দিল্লি আসছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র-সহ রাজ্যের প্রায় হাফ ডজন মন্ত্রী সাংসদ এবং বিধায়কদের একটি দল। দলে রয়েছেন মন্ত্রী মানস ভুঁইয়া, শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা এবং অভিনেতা সাংসদ দেব।

সুখেন্দুশেখর রায় জানান, "আমি নিজেও থাকবো সেই দলে। আমরা চেষ্টা করব নীতি আয়োগের পাশাপাশি জল শক্তি মন্ত্রীর সঙ্গে দেখা করতে। দুই জায়গাতেই আমরা অতীতে যতবার চিঠি দেওয়া হয়েছে সেগুলি পেশ করবো। কেন্দ্র ও রাজ্যের মধ্যে যতবার এই বিষয়ে কথা হয়েছে তার সমস্ত তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে সেগুলিও পেশ করা হবে। কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হবে ঘাটার মাস্টারপ্ল্যানটি যাতে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা হয়। ফি-বছর বন্যার কারণে রাজ্যের আর্থিক ক্ষতি হচ্ছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

গত ৪ দশক ধরে ঝুলে রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের অধীনস্থ 'সেন্ট্রাল ওয়াটার কমিশন' এই প্রকল্পের ব্যয় বরাদ্দ ১২৩৯ কোটি টাকা ধার্য করেছিল। শুরুর দিকে এই প্রকল্পে কেন্দ্র এবং রাজ্যের অংশীদারিত্ব ছিল ৭৫ :২৫ । অর্থাৎ,‌ মোট ব্যয়ের ৭৫ শতাংশ দেবে কেন্দ্র এবং বাকি ২৫ শতাংশ দেবে রাজ্য সরকার। অভিযোগ, কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর এই হিসেব বদলে দেওয়া হয়। ঘাটাল মাস্টারপ্ল্যান সহ আরও অনেক প্রকল্পে কেন্দ্র এবং রাজ্যের আনুপাতিক অংশীদারিত্ব নির্ধারণ করা হয় অর্ধেক। অর্থাৎ, মোট ব্যয়ের ৫০শতাংশ দেবে কেন্দ্র সরকার। বাকি ৫০ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের অভিযোগ এই নয়া নিয়মেও অর্থ বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার। আর তার ফলেই ঝুলে রয়েছে বহু কাঙ্ক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান।‌

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Ghatal Master Plan : ঘাটাল মাস্টারপ্ল্যানকে জাতীয় সমস্যা হিসেবে দেখা হোক! নেত্রীর নির্দেশে দিল্লি দরবারে তৃণমূল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল