এর আগে পেট্রল পাম্পে কার্ডের মাধ্যমে ডিজেল অথবা পেট্রোল কিনলে ছাড়ের কথা ঘোষণা করেছিল সরকার। সেই পরিষেবার আওতায় এবার নিয়ে আসা হল রান্নার গ্যাসকেও।
অনলাইনে এতদিন গ্যাস বুকিং করা যেতই। বুকিংয়ের সঙ্গেই এবার টাকা জমা দিয়ে দেওয়ার ব্যবস্থাও চালু করা হল। এই সুবিধা পাওয়ার জন্য ব্যবহার করা যাবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এতদিন ফোন থেকেই টোল ফ্রি নম্বরে ফোন করে রান্নার গ্যাসের বুকিং করতেন। সেই পরিষেবাও থাকবে। তবে যাঁরা অনলাইন বুকিং করবেন, তাঁদের ক্ষেত্রেই থাকবে আগে থেকে টাকা জমা দেওয়ার ব্যবস্থা। ছাড় মিলবে কেবলমাত্র অনলাইন বুকিংয়েই। গ্রাহক যখন অনলাইনে টাকাটি দেবেন, তখন কম্পিউটার বা স্মার্ট ফোনের পর্দায় ৫ টাকার ছাড়টি দেখা যাবে না। সেখানে নির্দিষ্ট দামই দেখানো থাকবে। কিন্তু গ্যাস ডেলিভারির সময় যখন বিল দেওয়া হবে, সেখানেই ছাড় উল্লেখ করা থাকবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আরও বেশি করে ক্যাশলেস লেনদেনকে গুরুত্ব দিতেই এই পরিষেবা চালু করা হচ্ছে।
advertisement