আরও পড়ুন: ছমাস ধরে সাংসদ নেই বসিরহাটে, দ্রুত উপনির্বাচন চেয়ে মামলা দায়ের কলকাতা হাই কোর্টে
নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, গাড়িরচালক সোমবার সন্ধ্যায় গাড়ির পিছনের সিটে তরুণীকে ধর্ষণ করেছে। পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে। সেই সঙ্গে নির্যাতিতা জার্মান তরুণীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা জার্মান মহিলা, এক জার্মান বন্ধুকে নিয়ে ৪ মার্চ হায়দরাবাদে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। সোমবার, তিনি এবং তার জার্মান বন্ধু যখন শহরে ঘুরছিলেন তখন এক গাড়ির চালক তাঁদের লিফট নিতে অফার করেন। সেই সময়ে গাড়িতে আরও যাত্রী ছিলেন পরে তাঁরা নেমে যান।
advertisement
আরও পড়ুন: ছমাস ধরে সাংসদ নেই বসিরহাটে, দ্রুত উপনির্বাচন চেয়ে মামলা দায়ের কলকাতা হাই কোর্টে
অভিযোগ, মামিদিপল্লি এলাকায় পৌঁছানোর আগে জার্মান তরুণীর বন্ধুও নেমে যায়। পরে তিনি চালকের সাথে মামিদিপল্লি এলাকায় কিছু ছবি তুলতে যান সন্ধ্যা ৭.৩০ টায়। পরে, তিনি তাঁর জার্মান বন্ধুকে জানান গাড়ি চালক তাঁকে ‘ধর্ষণ’ করেছে। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ।