ফার্নান্ডেজের পরিবারের তরফে খবর, কয়েকদিন আগে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন জর্জ ৷
সালটা ছিল ১৯৯৮ থেকে ২০০৪ ৷ দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন অটল বিহারী বাজপেয়ী ৷ সেই সময় এনডিএ সরকারের আমলে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন জর্জ ৷ পাশাপাশি সমতা দলের প্রতিষ্ঠাতা ছিলেন ফার্নান্ডেজ ৷
advertisement
দীর্ঘদিন ধরেই অ্যালঝাইমার্স রোগে ভুগছিলেন তিনি ৷ ৯ বার লোকসভার সাংসদ হয়েছিলেন ৷ শেষবার ২০০৯ সালে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি ৷ এরপর মাত্র ১ বছর সেই পদের দায়িত্ব সামলান তিনি ৷ এরপরই শারীরিক অসুস্থতার কারণে সমস্ত রাজনৈতিক পদ থেকে অবসর নেন জর্জ ৷
কফিন দুর্নীতিতে নাম জড়ায় ফার্নান্ডেজের ৷ এরপরই পদত্যাগ করেন তিনি ৷
১৯৩০ সালে ম্যাঙ্গালোরে জন্ম জর্জ ফার্নান্ডেজের ৷ ১৯৭৬ সালে তিনি বরোদা ডিনামাইট মামলায় তিনি গ্রেফতার হন। জরুরি অবস্থার পর তিনি বিহারের মজফ্ফরপুর থেকে সাংসদ হন। কেন্দ্রীয় শিল্পমন্ত্রী হন। ১৮৮৯ থেকে ১৯৯০ তিনি ছিলেন রেলমন্ত্রী ৷ কোঙ্কন রেলওয়ে সূচনার অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি ৷