হাই-প্রোফাইল শতাব্দী এক্সপ্রেস ট্রেনের লাগেজ বগিতে কী কারণে আগুন লাগল তা নিশ্চিত করা যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত দমকল দফতরের কর্মীরা জানান যে ট্রেনের সব থেকে পিছনে থাকা লাগেজ এবং জেনারেটর বোগিতে আগুন লাগে৷ কীভাবে আগুন লাগল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
দমকল বিভাগের কর্মীরা জানান, সকাল সাতটায় শতাব্দী এক্সপ্রেস ট্রেনে আগুনের লাগার খবর মেলে। তখনই ৬টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়৷ ট্রেনের শেষের দিকের জেনারেটর এবং মালপত্রের কামরায় আগুন দেখা যায়। ক্ষতিগ্রস্ত কামরাটি ট্রেনের অন্য অংশ থেকে আলাদা করে আগুন নেভানোর কাজ শুরু হয়। কামরার দরজা খোলা যায়নি, ফলে ভিতরে ঢুকতে দরজা ভেঙে ফেলা হয়৷ জানা গিয়েছে যে আগুন লাগার কারণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
advertisement
এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটল। এর আগে দিল্লি থেকে দেরাদুনের পথে শতাব্দী এক্সপ্রেসের কামরায় আগুন লাগে। সম্প্রতি, হরিদ্বারের কাছে দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসের সি -৫ বগিতে আগুন লাগে। তবে আগুন লাগার কারণে কোনও যাত্রী ক্ষতিগ্রস্থ হননি। রেলের কর্তারা বলেন যে শর্ট সার্কিটের কারণে দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন লেগেছিল।