তিন দিনব্যাপী এই প্রাক-বিবাহ উৎসবে গুজরাতের জামনগরে বসেছে চাঁদের হাট৷ দেশ-বিদেশের তাবড় তারকাদের মেলায় সেজে উঠেছে জামনগর৷ কে নেই এই উৎসবে! বিনোদন জগতের তারকা থেকে তারকা খেলোয়াড়, রাজনীতিবিদ, শিল্পপতি থেকে বিদেশের রাজপরিবারে সদস্য ও নামীদামি ব্যক্তিত্বরা গুজরাতের জামনগরে রয়েছে এই অনুষ্ঠানে৷ ১-৩ তারিখ গুজরাতের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে৷
advertisement
তিন দিনব্যাপী এই প্রাক-বিবাহ উৎসবে এক-এক দিন রাখা হচ্ছে এক-এক রকম থিম। প্রথম দিনের থিম ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’। যার ড্রেস কোড ছিল ‘এলিগ্যান্ট ককটেল’। আবার দ্বিতীয় দিনের থিম ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড’। ‘জাঙ্গল ফিভার’ ছিল ড্রেস কোড। আর ওই দিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল জামনগরে আম্বানিদের অ্যানিম্যাল রেসকিউ সেন্টার বনতারার বাইরে। ফলে আরামদায়ক পোশাক এবং জুতো পরার পরামর্শ দেওয়া হয়েছিল। সেভাবেই সকলে সেজেছিলেন৷ অনন্ত আম্বানির স্বপ্নের প্রোজেক্ট এই বনতারা৷ গোটা বিষয়টি তিনি তাঁর মনের মতো করে সাজিয়ে তুলেছেন৷
আরও পড়ুনজামনগরে মিশে গেল ক্রিকেট-বলিউড! অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসবে চাঁদের হাট
এরপরের থিম ছিল ‘মেলা রুজ’-এর জন্য অতিথিদের বদলে ফেলতে হবে সাফারি-থিমের আউটফিট। এর জন্য ড্রেস কোড রাখা হয়েছে ‘ড্যাজলিং দেশি রোমান্স’। এক্ষেত্রে দক্ষিণ এশীয় পোশাক পরতে হয়েছিল সকল আমন্ত্রিতকে। আর শেষ দিনে দু’টি বড় অনুষ্ঠান। এর মধ্যে প্রথমটি হল ‘টাস্কার ট্রেলস’। এক্ষেত্রে ড্রেস কোড ক্যাজুয়াল চিক। শেষ পার্টির নাম ‘হস্তাক্ষর’। সন্ধ্যার এই অনুষ্ঠানের ড্রেস কোড দুর্দান্ত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক।
প্রথম দিনের নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, মঞ্চ মাতিয়েছেন পপতারকা রিহানা। সঙ্গে ছিল সির্ক ডি সোলেই-এর পারফরম্যান্স, বনতারা শো আর ম্যাজিক্যাল ড্রোন শো-ও। আর দুর্দান্ত ডিনার এবং আফটার পার্টি দিয়ে সমাপ্ত হয়েছে প্রথম দিনের অনুষ্ঠান। এরপরের দিন বলিউড তারকাদের নাচ গানে ভরপুর ছিল রাতের পার্টি৷ শাহরুখ-সলমন, আমির, একসঙ্গে তিন খান হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে৷