TRENDING:

Gas Stove Accident: ভয়ঙ্কর ঘটনা! চা করতে গিয়ে লম্বা চুলে আগুন, নিমেষে শেষ ১৩ বছরের তরুণী...

Last Updated:

Gas Stove Accident: লম্বা চুলে আগুন লেগে রান্না করার সময় ১৩ বছরের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কীভাবে হল ঘটনাটি জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোপালগঞ্জ: বিহারের গোপালগঞ্জ জেলার ফৈজুল্লাহপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। মাত্র ১৩ বছরের রভিনা কুমারী তাঁর লম্বা চুলের কারণে গ্যাস চুল্লির আগুনে পুড়ে মৃত্যু হয়েছে।
ভয়ঙ্কর ঘটনা! চা করতে গিয়ে লম্বা চুলে আগুন, নিমেষে শেষ ১৩ বছরের তরুণী...
ভয়ঙ্কর ঘটনা! চা করতে গিয়ে লম্বা চুলে আগুন, নিমেষে শেষ ১৩ বছরের তরুণী...
advertisement

জানা গিয়েছে, রবিনা চা বানানোর জন্য গ্যাস চুল্লি জ্বালাতে গিয়ে বিপদ হয়৷ হঠাৎ চুল্লি থেকে আগুনের শিখা বেরিয়ে আসে এবং ওই তরুণীর লম্বা চুল ও পোশাকে আগুন ধরে যায়।

আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা! শ্রাদ্ধের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ভয়ঙ্কর পরিণতি, বাসের ধাক্কায় শেষ গোটা পরিবার…

পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় গোরখপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। কিন্তু চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়, রবিনাকে বাঁচানো যায়নি।

advertisement

ঘটনাটি ঘটে ব্যাকুন্ঠপুর থানা এলাকার ফৈজুল্লাহপুর গ্রামে। রবিনা ছিলেন গ্রামেরই বাসিন্দা রবি প্রসাদের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, ছোট থেকেই রবিনার লম্বা চুলের প্রতি বিশেষ দুর্বলতা ছিল। সেই চুলই হয়ে উঠল তার মৃত্যুর কারণ।

আরও পড়ুন: স্ত্রীকে খুনের অভিযোগে ১.৫ বছর জেল, পরে দেখা গেল সেই স্ত্রী জীবিত, ঘুরে বেড়াচ্ছেন অন্য পুরুষের সঙ্গে! পুলিশের ভুলে ফাঁসলেন ব্যক্তি…

advertisement

রবিনার আকস্মিক মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। পুলিশ ও দমকল বিভাগ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে, সেইজন্য সতর্কতা অবলম্বন করা উচিত। গ্যাস চুল্লি ব্যবহার করার সময় বিশেষ করে যারা লম্বা চুল রাখেন, তাদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

পাশাপাশি, আগুন সংলগ্ন যেকোনো কাজ করার সময় সুতির কাপড় পরার কথা বলা হয়েছে, কারণ সুতির কাপড়ে আগুন ধরে দেরিতে। দুর্ঘটনাটি আবারও প্রমাণ করল, গৃহস্থালি কাজেও সতর্কতা ও সচেতনতা কতটা জরুরি।

বাংলা খবর/ খবর/দেশ/
Gas Stove Accident: ভয়ঙ্কর ঘটনা! চা করতে গিয়ে লম্বা চুলে আগুন, নিমেষে শেষ ১৩ বছরের তরুণী...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল