TRENDING:

জিএসটির জেরে কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে

Last Updated:

এই মাস থেকে সিলিন্ডার পিছু বাড়তে চলেছে ৩২ টাকা ৷ যা গত ৬ বছরের মধ্যে সর্বাধিক। এর ফলে সব থেকে বড় ধাক্কা খেতে চলেছে দেশের মধ্যবিত্ত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে জিএসটি ৷ দেশজুড়ে অভিন্ন করব্যবস্থা চালুর লক্ষ্যে তৈরি হয় Goods and service tax ৷ আলাদা আলাদা একগুচ্ছ কর নয়, সব পণ্য কিনতে ও পরিষেবা পেতে দিতে হবে একটাই কর।
advertisement

৩০ জুন-১ জুলাই মধ্যরাত থেকে লাগু হয়েছে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ GST ৷ সাত দশকের পুরনো অর্থনীতির খোলনলচে পরিবর্তিত হয়ে তৈরি হবে নয়া অর্থনৈতিক কাঠামো ৷

কিন্তু, তার কতটা জের পড়বে হেঁশেলে? কতটা বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম? কোন কোন জিনিসের দামে হেরফের ঘটছে? এটাই এখন হয়ে উঠেছে আলোচনার মূল বিষয় ৷ জিএসটির জেরে সাধারণ মানুষের পকেটে কতটা টান পড়তে চলেছে তা নিয়ে চলছে চুল চেঁড়া বিশ্লেষণ ৷

advertisement

বাকি জিনিসের পাশাপাশি জিএসটি-র প্রভাব পড়তে চলেছে মধ্যবিত্তের হেঁশেলে ৷ চাল, ডালের দাম কমলেও বাড়তে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৷ এই মাস থেকে সিলিন্ডার পিছু বাড়তে চলেছে ৩২ টাকা ৷ যা গত ৬ বছরের মধ্যে সর্বাধিক। এর ফলে সব থেকে বড় ধাক্কা খেতে চলেছে দেশের মধ্যবিত্ত ৷

এছাড়াও এবার থেকে প্রত্যেক দু’বছরে এলপিজি ব্যবহারকারীদের ইনস্টলেশন ও অ্যাডমিনিস্ট্রেশনের জন্য দিতে হবে চার্জ ৷ নতুন কানেকশনের এবার থেকে ডকুমেন্টশন করা হবে ৷ ভর্তুকিহীন রান্নার গ্যাসকে ১৮ শতাংশ করের আওতায় রাখা হয়েছে। নির্ধারিত সিলিন্ডারের বেশি নিলে সেটিকে ১৮ শতাংশ স্ল্যাবে ধরা হবে ৷

advertisement

এলপিজিকে ৫ শতাংশ জিএসটি স্ল্যাবে রাখা হয়েছে ৷ এখনও পর্যন্ত দিল্লি ও বেশ কিছু রাজ্যে গ্রিন ফুয়েল ট্যাক্স নেওয়া হত না ৷ দিল্লি ও কলকাতা-সহ বেশ কিছু রাজ্যে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের ওপর ছাড় দেওয়া হত রাজ্য ভ্যাট ও বিক্রয় করে ৷ কিন্তু জিএসটি লাগু হওয়ায় প্রত্যেক রাজ্যে সিলিন্ডারের ৫ শতাংশ কর ধার্য করা হয়েছে ৷ অন্যদিকে ভর্তুকি কমিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৷ ফলে দুই মিলিয়ে আনুমানিক প্রতি সিলিন্ডারে ৩২ টাকা পর্যন্ত বাড়তে চলেছে ৷ এর জেরে যে রাজ্যে আগে ভ্যাট ও বিক্রয় কর নেওয়া হত না সেই রাজ্যে দাম বৃদ্ধি বেশি হতে চলেছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ফলে কলকাতায় প্রতি সিলিন্ডারে দাম ৩১.৬৭ টাকা বেড়ে হতে চলেছে ৪৮০.৩২ টাকা। দিল্লির দাম ৪৪৬.৬৫ থেকে বেড়ে হল ৪৭৭.৪৬ টাকা।

বাংলা খবর/ খবর/দেশ/
জিএসটির জেরে কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে