মূলত আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং বিদেশি মুদ্রার দামের ওঠা নামার ফলে বাড়ছে গ্যাসের দাম, মত ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের ৷ রবিবার বিজ্ঞপ্তি জারি করে এই দাম বৃদ্ধির বিষয়ে জানিয়ে দিয়েছেন তারা ৷ দাম বাড়ার ফলে এখন থেকে প্রতি সিলেন্ডার পিছু গুণতে হবে ৫০২টাকা ৪০ পয়সা (ভর্তুকিযুক্ত গ্যাস সিলেন্ডারে) ৷ অন্যদিকে ভর্তুকির যে টাকা ব্যাঙ্কে পৌঁছে যেত তা এখন থেকে হতে চলেছে ৩৭৬ টাকা ৬০ পয়সা ৷ আপাতত দিল্লি ও সংলগ্ন এলাকায় কার্যকর হয়েছে এই বাড়তি দাম ৷
advertisement
একই সঙ্গে বেড়েছে দাম বেড়েছে গাড়িতে ব্যবহৃত সিএনজি-রও ৷ ১টাকা ৯৫ পয়সা দাম বেড়েছে সিএনজির ৷ শুধুমাত্র সিলেন্ডার বা সিএনজি-র দাম বাড়া নয়, এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে চলেছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেও, মত বিশেষজ্ঞদের ৷
আরও পড়ুন লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে খাবি খাচ্ছে আম জনতা