সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অপরাধী জিভাকে শুনানির জন্য আদালতে নিয়ে আসা হচ্ছিল৷ তখনই আইনজীবীর পোশাক পরিহিত এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়৷ ঘটনাস্থলেই মারা যান সঞ্জীব জিভা৷ এই ঘটনায় এক তরুণীও আহত হয়েছেন৷ তরুণীর গায়ে গুলি লেগেছে৷
রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন উত্তর প্রদেশের কুখ্যাত দুষ্কৃতী সঞ্জীব৷ প্রশাসনিক কর্মকর্তারা তাঁর রক্ত বন্ধ করার চেষ্টা করছেন৷ আদালত চত্ত্বর থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে এমনই দেখা যাচ্ছে৷ জিভার ওপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত আততায়ী ধরা পড়েছে৷ তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷
advertisement
উত্তর প্রদেশের এই দুষ্কৃতির বিরুদ্ধে অবশ্য অভিযোগ একটি নয়৷ বিজেপির বিধায়ক কৃষ্ণানন্দ রাইকে হত্যার ঘটনায় সঞ্জীব মহেশ্বরী জিভা সহ-অভিযুক্ত ছিলেন৷
আরও পড়ুন: রাঁচির গাছে ‘কাশ্মীরি’ আপেল, দেখলেও বিশ্বাস হবে না!
বিজেপি নেতা ব্রহ্ম দত্ত দ্বিবেদী এবং তাঁর বন্দুকধারী বডিগার্ডকে হত্যা করা হয়৷ ১৯৯৭ সালের ১০ই ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে৷ ঘটনার আগে ব্রহ্ম দত্ত দ্বিবেদী ফারুক্কাবাদ জেলার একটি তিলক অনুষ্ঠানে গিয়েছিলেন৷ এই অনুষ্ঠান থেকে ফেরার পথেই দুজনকে হত্যা করা হয়৷ মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছিলেন ব্রহ্ম দত্ত দ্বিবেদীর ড্রাইভার শের সিং আলিয়াস রিঙ্কু৷ ঘটনার দিনই ব্রহ্ম দত্তের ভাইপো থানায় এইআইআর দায়ের করেন৷