এদিন বিকাশের ময়নাতদন্তের আগে করোনা টেস্ট করানো হয় ৷ বিকাশের করোনা রিপোর্ট নেগেটিভ আসে ৷ সূত্রের খবর অনুযায়ী, চিকিৎসকের একটি টিম তার শরীর থেকে করোনা পরীক্ষার জন্য স্যাম্পেল নেয় ৷ ক্যামেরার সামনে বিকাশের ময়নাতদন্ত করা হচ্ছে ৷ ময়নাতদন্তের আগে তার শরীরে কোথায় গুলি আটকে রয়েছে তা জানার জন্য এক্স-রে করা হয়েছে ৷
advertisement
উত্তরপ্রদেশের এডিজি (ল অ্যান্ড অর্ডার) প্রশান্ত কুমার জানিয়েছেন, এনকাউন্টারের সময় ৩ জন সাব ইন্সপেক্টর, ১ জন কনস্টেবল ও ২ জন এসটিএফ কম্যান্ডো আহত হয়েছেন ৷ কানপুরের এনকাউন্টারের ঘটনায় ২১ জন অভিযুক্ত ছিলেন ৷ ঘটনায় এখনও পর্যন্ত ৩জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ৬ জনের মৃত্যু হয়েছে বাকি ১২ জন এখনও পলাতক ৷
উত্তরপ্রদেশের মোস্ট ওয়ান্টেড ডন বিকাশ দুবেকে উজ্জয়িনী থেকে গ্রেফতার করা হয় ৷ মধ্যপ্রদেশের পুলিশ তাকে উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দিয়েছিল ৷ এসটিএফ-এর টিম তাকে কানপুর নিয়ে আসছিল ৷ সেই সময় রাস্তায় দুর্ঘটনা ঘটে ৷
২ জুলাই পুলিশের টিম বিকাশ দুবেকে ধরতে পৌঁছলে তাদের উপর হামলা চালায় কুখ্যাত এই ডন ৷ ঘটনায় ৮ পুলিশকর্মীর মৃত্যু হয় ৷ এরপরই সেখান থেকে পালিয়ে যায় বিকাশ দুবে ৷ তবে ৯ জুলাই উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয় ৷ খুন, অপহরণ, তোলাবাজি, সাম্প্রদায়িক হিংসা বাধানো-সহ ৬০টি মামলা রয়েছে বিকাশের বিরুদ্ধে। এর আগে এনকাউন্টারে নিহত হয় গ্যাংস্টার বিকাশ দুবের ঘনিষ্ঠ দুই সহযোগী। উত্তরপ্রদেশের এটাওয়ায় এনকাউন্টারে নিহত হয় বিকাশ ঘনিষ্ঠ বব্বন দুবে ওরফে প্রবীণ। কানপুরে নিহত হয় প্রভাত মিশ্র।