TRENDING:

Varanasi Ganga water level rising: অলৌকিক? ৪৮ ঘণ্টায় গঙ্গার জলস্তর বাড়ল দেড় ফুট! বেনারসের গরমে এই ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

Varanasi Ganga water level rising: প্রতি বছর মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে গঙ্গার জলস্তর কমে যায় এবং বালির টিলাও বেরিয়ে আসে। কিন্তু এ বছর এপ্রিলে গঙ্গার জলস্তর বাড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেনারস: ধর্মীয় নগরী কাশীতে আজকাল গঙ্গার জলস্তর বৃদ্ধি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গত দু’দিন ধরে বেনারসে গঙ্গার জলস্তর বাড়ছে। প্রতি বছর মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে গঙ্গার জলস্তর কমে যায় এবং বালির টিলাও বেরিয়ে আসে। মার্চ মাসে গঙ্গায় বালুর স্তূপের উত্থানের ছবিও প্রকাশ্যে এসেছিল। কিন্তু এ বছর এপ্রিলে গঙ্গার জলস্তর বাড়ছে। কেউ কেউ আবার এই ঘটনাকে অলৌকিক বলে দাবি করছেন।
বেনারসে গঙ্গার জলস্তর বৃদ্ধি
বেনারসে গঙ্গার জলস্তর বৃদ্ধি
advertisement

যদিও এই ঘটনার নেপথ্য এবং বৈজ্ঞানিক কারণ হিসেবে বৃষ্টি বলেই মনে করছেন অনেকে। কিন্তু বহুদিন পর এমন ঘটনা ঘটেছে। বেনারসের ঘাটে কয়েক ইঞ্চি জল বেড়েছে।

আরও পড়ুন: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভয়ানক তাপপ্রবাহের সতর্কতা! ১৩-১৭ তারিখ নিয়ে চরম সতর্কতা

আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই ফুলের ব্যবসা শুরু করলেন যুবক, এখন মাসে রোজগার লাখ-লাখ টাকা

advertisement

অসি ঘাটের পুরোহিত বলরাম মিশ্র জানান, গঙ্গার জলস্তর কোথাও ২, কোথাও ৩ ধাপ বেড়েছে। জলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় তোড়ও বেড়েছে। দশাশ্বমেধ ঘাটের বাবু মহারাজ জানান, গত ৪৮ ঘণ্টায় গঙ্গার জলস্তর প্রায় দেড় ফুট বেড়েছে।

কেন্দ্রীয় জল কমিশনের মতে, বেনারসে গঙ্গার জলস্তর বৃদ্ধির কারণ হল পাহাড়ি এলাকায় বৃষ্টি। বেনারসে গঙ্গা ছাড়াও এর উপনদীগুলির জলস্তরও সামান্য বৃদ্ধি পেয়েছে। যদিও এর গতি খুবই কম। এটি যে আরও বাড়বে, এমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। সাম্প্রতিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারতের একাধিক জায়গায়, বিশেষ করে পাহাড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Varanasi Ganga water level rising: অলৌকিক? ৪৮ ঘণ্টায় গঙ্গার জলস্তর বাড়ল দেড় ফুট! বেনারসের গরমে এই ঘটনায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল