নতুন এই ক্রুজ পরিষেবার নাম দেওয় হয়েছে গঙ্গা বিলাস। গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর বুক চিরে এগিয়ে যাবে বিলাসবহুল এই ক্রুজ। বারাণসী থেকে রওনা দিয়ে উত্তর প্রদেশের গাজিপুর, বিহারের বক্সার, পটনা হয়ে কলকাতায় পৌঁছবে এই ক্রুজ।
এর পর তা প্রবেশ করবে বাংলাদেশের জলসীমায়। বাংলাদেশের জলসীমায় প্রায় ১৫ দিন ভাসবে এই ক্রজ। তার পরে ফের গুয়াহাটি হয়ে তা ভারতে প্রবেশ করবে। ৫০ দিনের দীর্ঘ যাত্রাপথ শেষ হবে ডিব্রুগড়ে।
advertisement
বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত সবমিলিয়ে ৩২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই ক্রজ। যাত্রাপথে সুন্দরবন, কাজিরাঙ্গা অভয়ারণ্য়ের মধ্য়ে দিয়েও যাবে এই ক্রুজ।
বিলাসবহুল এই ক্রুজে মোট ৮০ জন যাত্রী থাকতে পারবেন। রয়েছে ১৮টি স্য়ুট। যাত্রাপথে মোট ৫০টি জায়গায় থামবে এই ক্রুজ। বিশেষত ঐতিহাসিক জায়গা এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দর্শন করতে পারবেন ক্রুজে থাকা পর্যটকরা।
আরও পড়ুন: 'একটা পুরনো ট্রেনকে রং করে দিয়েছে,' বন্দে ভারত নিয়ে সুর চড়ালেন মমতা
দু'টি বেসরকারি সংস্থা এবং কেন্দ্রীয় সরকারের ইনল্য়ান্ড ওয়াটারওয়েজ অথোরিটি অফ ইন্ডিয়ার যৌথ উদ্য়োগে এই পরিষেবা শুরু হচ্ছে।
মূলত বিদেশী পর্যটকদের আকর্ষিত করাই এই পরিষেবার লক্ষ্য়। তবে বিলাসবহুল এই ক্রুজে ৫০ দিন কাটানোর খরচ কত, তা এখনও জানা যায়নি।