TRENDING:

৫০ দিনে বারাণসী থেকে বাংলাদেশ হয়ে অসম! রাজকীয় ক্রজে কেমন হবে সফর?

Last Updated:

নতুন এই ক্রুজ পরিষেবার নাম দেওয় হয়েছে গঙ্গা বিলাস। গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর বুক চিরে এগিয়ে যাবে বিলাসবহুল এই ক্রুজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বারাণসী থেকে রওনা হয়ে কলকাতা, বাংলাদেশ ছুঁয়ে অসমের ডিব্রুগড়। বিশ্বর দীর্ঘতম ক্রজ পরিষেবার উদ্বোধন হতে চলেছে আগামী ১৩ জানুয়ারি। উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে পরিষেবাকে ঘিরে ইতিমধ্য়েই যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে।
এই ক্রজই চলবে বারাণসী এবং ডিব্রুগড়ের মধ্য়ে।
এই ক্রজই চলবে বারাণসী এবং ডিব্রুগড়ের মধ্য়ে।
advertisement

নতুন এই ক্রুজ পরিষেবার নাম দেওয় হয়েছে গঙ্গা বিলাস। গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর বুক চিরে এগিয়ে যাবে বিলাসবহুল এই ক্রুজ। বারাণসী থেকে রওনা দিয়ে উত্তর প্রদেশের গাজিপুর, বিহারের বক্সার, পটনা হয়ে কলকাতায় পৌঁছবে এই ক্রুজ।

এর পর তা প্রবেশ করবে বাংলাদেশের জলসীমায়। বাংলাদেশের জলসীমায় প্রায় ১৫ দিন ভাসবে এই ক্রজ। তার পরে ফের গুয়াহাটি হয়ে তা ভারতে প্রবেশ করবে। ৫০ দিনের দীর্ঘ যাত্রাপথ শেষ হবে ডিব্রুগড়ে।

advertisement

বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত সবমিলিয়ে ৩২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই ক্রজ। যাত্রাপথে সুন্দরবন, কাজিরাঙ্গা অভয়ারণ্য়ের মধ্য়ে দিয়েও যাবে এই ক্রুজ।

বিলাসবহুল এই ক্রুজে মোট ৮০ জন যাত্রী থাকতে পারবেন। রয়েছে ১৮টি স্য়ুট। যাত্রাপথে মোট ৫০টি জায়গায় থামবে এই ক্রুজ। বিশেষত ঐতিহাসিক জায়গা এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দর্শন করতে পারবেন ক্রুজে থাকা পর্যটকরা।

advertisement

আরও পড়ুন: 'একটা পুরনো ট্রেনকে রং করে দিয়েছে,' বন্দে ভারত নিয়ে সুর চড়ালেন মমতা

দু'টি বেসরকারি সংস্থা এবং কেন্দ্রীয় সরকারের ইনল্য়ান্ড ওয়াটারওয়েজ অথোরিটি অফ ইন্ডিয়ার যৌথ উদ্য়োগে এই পরিষেবা শুরু হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

মূলত বিদেশী পর্যটকদের আকর্ষিত করাই এই পরিষেবার লক্ষ্য়। তবে বিলাসবহুল এই ক্রুজে ৫০ দিন কাটানোর খরচ কত, তা এখনও জানা যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
৫০ দিনে বারাণসী থেকে বাংলাদেশ হয়ে অসম! রাজকীয় ক্রজে কেমন হবে সফর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল