TRENDING:

Ganga Vilas: বারাণসী থেকে শুরু, দেখা যাবে দক্ষিণেশ্বর, বেলুড় এমনকী ঢাকাও! আজ যাত্রা শুরু গঙ্গাবিলাসের

Last Updated:

Ganga Vilas Cruise: বারাণসী থেকে যাত্রা শুরু করে সেটি আসবে অসমের ডিব্রুগড়ে। এই যাত্রাপথ অতিক্রম করতে সময় নেবে ৫১ দিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাণসী: আজই যাত্রা শুরু নদীপথের দীর্ঘ তম ক্রুজের। বারাণসীর পুণ্য ঘাটে যাত্রা শুরু হবে। গঙ্গা ছুঁয়ে, ইতিহাস আর হেরিটেজকে সাক্ষী রেখে ক্রুজ যাবে ব্রক্ষ্মপুত্রর কাছে। বারাণসী থেকে ডিব্রুগড় মাঝে পশ্চিমবঙ্গ। এই পথেই ভেসে বেড়াবে ''গঙ্গাবিলাস"।
গঙ্গাবিলাস
গঙ্গাবিলাস
advertisement

কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক জানিয়েছে, ‘গঙ্গাবিলাস’ ভেসেলটি ৬২মিটার লম্বা এবং ১২ মিটার চওড়া। নদীতে ১.৪ মিটার জল থাকলে স্বচ্ছন্দে এই ভেসেল যেতে পারবে। এতে থাকছে ৩টি ডেক এবং ১৮টি ‘সুইট’। সেখানে থাকতে পারবেন ৩৬ জন পর্যটক। ওই পর্যটকদের কাছে এই যাত্রা অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।

এই ভেসেলটি দূষণমুক্ত এবং নয়েজ কন্ট্রোল টেকনোলজি রয়েছে বলেও জানান কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের আধিকারিকরা। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, “এই রিভার ক্রুজ ভারতের পর্যটনে একটি নতুন দিক খুলে দেবে। আমরা দেশের নদীপথগুলির উন্নতি করে সেখানেও পর্যটন চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছি। এতে একদিকে যেমন পর্যটনের বিকাশ হবে তেমনই অনেকেরই কাজের এবং আয়ের সুযোগ বৃদ্ধি পাবে।”

advertisement

বারাণসী থেকে যাত্রা শুরু করে সেটি আসবে অসমের ডিব্রুগড়ে। এই যাত্রাপথ অতিক্রম করতে সময় নেবে ৫১ দিন। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে ওই যাত্রা বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে শেষ হবে অসমে।

সুইজারল্যান্ডের ৩২ জন পর্যটক নিয়ে যাত্রা করবে ওই বিশাল রিভার ক্রুজে। তাঁরা গঙ্গার সৌন্দর্য উপভোগ করার সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারবেন , এই নদীর দুধারে থাকা বেশ কিছু উল্লেখযোগ্য স্থানও।

advertisement

আধিকারিকরা জানিয়েছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় ৩২০০ কিলোমিটার পথ অতিক্রম করা হবে। দুই দেশের মধ্যে থাকা ২৭টি নদীও অতিক্রম করে এই যাত্রা। এই ৫১দিনের যাত্রাপথে কিছু ঐতিহ্যশালী জায়গা, জাতীয় উদ্যান সহ প্রায় ৫০টি পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখানো যাবে। তাতে থাকা যাত্রীরা দেখতে পারবেন বিহারের পাটনা, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, কলকাতা এবং ঢাকা সহ আর কিছু শহর।

advertisement

আরও পড়ুন,  ১৯ জানুয়ারি রাজ্যে আসছেন নাড্ডা, নদীয়ায় করবেন সভা

আরও পড়ুন, বিপজ্জনক সেই বেসরকারি হোটেল ভাঙার কাজ শুরু, ধীরে ধীরে ক্ষতিপূরণ-জট কাটছে জোশীমঠে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই যাত্রাপথ এমনভাবে তৈরি যাতে ভারতের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলি ছুঁয়ে যাবে। জাহাজ থেকেই উপভোগ করা যাবে বারাণসীর গঙ্গা আরতি। সেটি থামবে সারনাথেও। দেখা মিলবে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ ও হাওড়া ব্রিজের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ganga Vilas: বারাণসী থেকে শুরু, দেখা যাবে দক্ষিণেশ্বর, বেলুড় এমনকী ঢাকাও! আজ যাত্রা শুরু গঙ্গাবিলাসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল