গণেশ পুজো করার একটি পুরনো ছবি শেয়ার করে এদিন নরেন্দ্র মোদি ট্যুইটে লিখেছেন, 'দয়া এবং ভ্রাতৃত্বের চেতনা সর্বদা বিরাজ করবে। গণপতি বাপ্পা মোরিয়া! গণেশ চতুর্থীর শুভেচ্ছা। ভগবান শ্রী গণেশের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকুক'। ট্যুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতিও।
আরও পড়ুন: ডুয়ার্সজুড়ে পার্থ-ঘনিষ্ঠ প্রসন্নর একাধিক রিসর্টের খোঁজ! 'মালিকের' গ্রেফতারির খবরে আতঙ্কে কর্মীরা
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, 'গণেশ চতুর্থী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। ভগবান গণেশ- আমাদের জন্য জ্ঞান, কৃতিত্ব এবং সৌভাগ্যের প্রতীক।' দশ দিনব্যাপী গণেশ চতুর্থী উৎসব বুধবার মহারাষ্ট্র সহ এবং দেশের অন্যত্র শুরু হয়েছে। গণেশ চতুর্থী মহারাষ্ট্রের অন্যতম বড় উৎসব। মুখ্যমন্ত্রী শিন্ডে তার স্ত্রী, ছেলের সঙ্গে গণেশ পুজোতে সামিল হন। গত ৩০ জুন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে।
আরও পড়ুন: গোড়ায় গলদ, ২০১১ থেকে প্রাথমিকের সব চাকরি খতিয়ে দেখবে ইডি! তোলপাড় বাংলা
গণেশের জন্ম উপলক্ষে এই উৎসব পালন করা হয় দেশজুড়ে। দশদিনব্যাপী পুজোয় বড় বড় প্যান্ডেল তৈরি করে সেখানে আরাধ্য হন গণেশ। নতুন জামা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে পালিত হয় গণেশ চতুর্থী।