TRENDING:

আজ গণেশ চতুর্থী, পুণ্যতিথিতে দেখুন মুম্বইয়ের শ্রী সিদ্ধি বিনায়ক মন্দিরে গণপতি বাপ্পাকে আরতি

Last Updated:

Ganesh Chaturthi 2022 : সিদ্ধিদাতা গণপতির আরাধনায় দূর হয় জীবনের সব বাধা বিঘ্ন ৷ সেরকমই বিশ্বাস ভক্ত ও পু্ণ্যার্থীদের মনে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : মহা সমারোহে শুরু হল গণেশ চতুর্থী উৎসব ৷ দেশ জুড়ে ১০ দিন ধরে চলবে গণপতির আরাধনা ৷ কোভিড অতিমারির কারণে গত দু’ বছর সাধারণ মানুষ সমবেত হতে পারেননি গণেশ চতুর্থীর আনন্দে ৷ এ বার বাঁধভাঙা জনসমাগম দেখা যাবে বলেই মনে করা হচ্ছে ৷ সিদ্ধিদাতা গণপতির আরাধনায় দূর হয় জীবনের সব বাধা বিঘ্ন ৷ সেরকমই বিশ্বাস ভক্ত ও পু্ণ্যার্থীদের মনে ৷ সেই বিশ্বাস নিয়েই বুধবার থেকে তাঁরা শামিল হবেন গণপতি বাপ্পার পুজো তথা উৎসবে ৷
আজ গণেশ চতুর্থী
আজ গণেশ চতুর্থী
advertisement

বুধবার সকালে নিষ্ঠা ও সমারোহের সঙ্গে আরতি পর্ব অনুষ্ঠিত হল মুম্বইয়ের শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে ৷ পুরোহিতদের সমবেত মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে উপাসনা ও আরতি করা হল সালঙ্কার গণপতি বাপ্পাকে ৷ পাশাপাশি বুধবার সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে মুম্বইয়ের লালবাউগচা রাজা মন্দিরে ৷ পুণ্যার্থীদের সমবেত স্বরে শোনা গেল ‘গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গলমূর্তি মোরয়া৷’ উৎসব উপলক্ষে মুম্বই-সহ দেশের অন্যান্য অংশ আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷

advertisement

আরও পড়ুন :  গণেশচতুর্থীর পুণ্যতিথি কখন শুরু হচ্ছে, থাকবেই বা কত ক্ষণ, জেনে নিন

advertisement

মুম্বই শহরের ২৪ টি ওয়ার্ডে ১৮৮ টি কন্ট্রোল রুম খুলেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷ জনসাধারণের কাছে বিএমসি-র আবেদন তাঁরা যেন পুলিশ ও প্রশাসনের দেওয়া সব নির্দেশিকা পালন করেন ৷ এই উৎসব সুষ্ঠুভাবে পালন করার জন্য জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা ৷ গণেশ চতুর্থীতে মণ্ডপে আছড়ে পড়ে পুণ্যার্থীদের জনস্রোত ৷ খাস মুম্বই তো বটেই ৷ মু্ম্বই সংলগ্ন এলাকা, শহরতলি এবং মহারাষ্ট্রের অন্য অংশ থেকেও দর্শনার্থীদের ঢল নামে মণ্ডপে ৷

advertisement

আরও পড়ুন :  বিশ্রামরত মহিলার দেহ বেয়ে ফণা তুলে উঠছে বিষধর সাপ, তার পর কী হল, জানতে দেখুন ভাইরাল ভিডিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

উৎসব শেষে বিসর্জন বা নিরঞ্জন উপলক্ষেও একগুচ্ছ নিরাপত্তা বিধি গ্রহণ করা হয়েছে ৷ একাধিক নিরঞ্জনঘাটে ৭৮৬ টি লাইফগার্ড নিয়োগ করা হয়েছে ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকছে ১৮৮ টি ফার্স্ট এইড সেন্টার এবং ৮৩ টি অ্যাম্বুল্যান্স ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আজ গণেশ চতুর্থী, পুণ্যতিথিতে দেখুন মুম্বইয়ের শ্রী সিদ্ধি বিনায়ক মন্দিরে গণপতি বাপ্পাকে আরতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল