বুধবার সকালে নিষ্ঠা ও সমারোহের সঙ্গে আরতি পর্ব অনুষ্ঠিত হল মুম্বইয়ের শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে ৷ পুরোহিতদের সমবেত মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে উপাসনা ও আরতি করা হল সালঙ্কার গণপতি বাপ্পাকে ৷ পাশাপাশি বুধবার সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে মুম্বইয়ের লালবাউগচা রাজা মন্দিরে ৷ পুণ্যার্থীদের সমবেত স্বরে শোনা গেল ‘গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গলমূর্তি মোরয়া৷’ উৎসব উপলক্ষে মুম্বই-সহ দেশের অন্যান্য অংশ আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷
advertisement
আরও পড়ুন : গণেশচতুর্থীর পুণ্যতিথি কখন শুরু হচ্ছে, থাকবেই বা কত ক্ষণ, জেনে নিন
মুম্বই শহরের ২৪ টি ওয়ার্ডে ১৮৮ টি কন্ট্রোল রুম খুলেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷ জনসাধারণের কাছে বিএমসি-র আবেদন তাঁরা যেন পুলিশ ও প্রশাসনের দেওয়া সব নির্দেশিকা পালন করেন ৷ এই উৎসব সুষ্ঠুভাবে পালন করার জন্য জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা ৷ গণেশ চতুর্থীতে মণ্ডপে আছড়ে পড়ে পুণ্যার্থীদের জনস্রোত ৷ খাস মুম্বই তো বটেই ৷ মু্ম্বই সংলগ্ন এলাকা, শহরতলি এবং মহারাষ্ট্রের অন্য অংশ থেকেও দর্শনার্থীদের ঢল নামে মণ্ডপে ৷
আরও পড়ুন : বিশ্রামরত মহিলার দেহ বেয়ে ফণা তুলে উঠছে বিষধর সাপ, তার পর কী হল, জানতে দেখুন ভাইরাল ভিডিও
উৎসব শেষে বিসর্জন বা নিরঞ্জন উপলক্ষেও একগুচ্ছ নিরাপত্তা বিধি গ্রহণ করা হয়েছে ৷ একাধিক নিরঞ্জনঘাটে ৭৮৬ টি লাইফগার্ড নিয়োগ করা হয়েছে ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকছে ১৮৮ টি ফার্স্ট এইড সেন্টার এবং ৮৩ টি অ্যাম্বুল্যান্স ৷