জি ২০ সম্মেলনের জন্য একে একে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা দিল্লিতে এসে পৌঁছছেন। এদিন সন্ধ্যায় দিল্লিতে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যে দিল্লিতে এসে পৌঁছছেন সস্ত্রীক জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী এবং ব্রাজিলের প্রধানমন্ত্রীও ভারতে এসেছেন।
advertisement
প্রসঙ্গত, আগামীকাল থেকে নয়া দিল্লিতে শুরু হবে জি ২০ সম্মেলন। ৯ এবং ১০ সেপ্টেম্বর G20 সম্মেলনের জন্য বিদেশি অতিথিদের আগমনের প্রক্রিয়া চলছে। এই সম্মেলনে ১৯টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারের প্রধানরা অংশ নেবেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও এই সম্মেলনে অংশ নেবে। জি-টোয়েন্টি সদস্য দেশ ছাড়াও অন্যান্য ৯টি দেশের রাষ্ট্রপ্রধান অতিথি দেশ হিসেবে বৈঠকে অংশ নিচ্ছেন।
আরও পড়ুন, ধূপগুড়িতে উড়ল সবুজ আবির! বিজেপির তাপসীকে হারিয়ে জয়জয়কার তৃণমূলের নির্মলের
আরও পড়ুন, BJP-র থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল TMC! চব্বিশের আগে উত্তরবঙ্গে পেল বাড়তি অক্সিজেন
এই ৯টি দেশ হল বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরশাহিকে। রাষ্ট্রপুঞ্জ, আইএমএফ, বিশ্ব ব্যাঙ্ক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউটিও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ফিনান্সিয়াল স্টেবিলিটি বোর্ড এবং ওইসিডি-র মতো বিশ্ব সংগঠনগুলিও জি২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে চলেছে। এর বাইরে আফ্রিকান ইউনিয়ন, এইউডিএ-এনইপিএডি, এএসইএএন, আইএসএ, সিডিআরআই এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কেরও যোগ দেওয়ার কথা।এ পর্যন্ত মোট ১৭টি G20 বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই ১৮তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে নয়াদিল্লিতে।