সেই জি ২০ সম্মেলনেই বিশেষ উপহার দেওয়া হয় রাষ্ট্রপ্রধানদের স্ত্রী অর্থাৎ নিমন্ত্রিত দেশের ফার্স্ট লেডিদের। এই উপহারের তালিকায় রয়েছে দেশের নানা প্রান্ত থেকে সংগৃহীত তিন বিশেষ রকমের শিল্পকর্ম। এই শিল্পকর্মই তুলে দেওয়া হয় তাঁদের হাতে। বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের দেওয়া হয়েছে তেলেঙ্গানার একটি চেরিয়াল স্ক্রোল পেন্টিং। এর সঙ্গে রয়েছে একটি হাতে বোনা তসর সিল্কের স্টোল ও ছত্তিশগড়ের শিল্পীদের তৈরি বেল মেটালের নারীমূর্তি।
advertisement
আরও পড়ুন: পদ্মার ইলিশ ভুলে যাবেন, সবচেয়ে সুস্বাদু ইলিশ কোথায় মেলে জানেন? জানলে চমকে উঠবেন
জেনে নেওয়া যাক তিন উপহারের তাৎপর্য। ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তেলেঙ্গানার চেরিয়াল স্ক্রোল পেন্টিং বহু পুরনো লোকশিল্প। এই বিশেষ শিল্পে কাপড়ের উপর পুরাণ কাহিনি ঘিরে নানা ছবি আঁকা হয়। পুরাণের বিভিন্ন কাহিনি বর্ণনাই এই পেন্টিংয়ের প্রধান কাজ। প্রসঙ্গত চেরিয়াল স্ক্রোল পেন্টিংয়ের জিআই ট্যাগও রয়েছে। যা সাধারণত কোনও এলাকা ঘিরে গড়ে ওঠা বিশেষ শিল্পকর্মকেই দেওয়া হয়।
আরও পড়ুন: ৭ মিনিটেই ক্যানসারের দফারফা! বাজারে এল ইনজেকশন! হবে না কোনও ব্যথা-কষ্ট
অন্যদিকে তসর সিল্কের বিশেষ স্টোলের সঙ্গেও জড়িয়ে ইতিহাস। ছত্তিশগড়ের শাল বন থেকে কাঁচামাল সংগ্ৰহ করে দক্ষ কারিগরদের সাহায্যে বোনা হয়েছে এই বিশেষ স্টোল। এই দিন ফার্স্ট লেডিদের ভ্রমণের সময় এই উপহার তুলে দেওয়া হবে তাঁদের হাতে। এছাড়াও ছত্তিশগড়ের দক্ষ কারিগরদের হাতেই তৈরি হয়েছে বেল মেটালের নারীমূর্তি। লোকশিল্পীদের হাতে তৈরি শিল্পই উপহার পেলেন রাষ্ট্রনেতারা স্ত্রীরা।