TRENDING:

Mathura: টাকা গুনতে গুনতেই 'ভ্যানিস'! বৃন্দাবনে মন্দিরের প্রণামী বাক্স থেকে চুরির অভিযোগে গ্রেফতার ব্যাঙ্ককর্মী, উদ্ধার সাড়ে নয় লক্ষ টাকা!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বৃন্দাবন: টাকা গুনে সঠিক ভাবে রাখা যার কাজ ছিল সেই ব্যক্তির বিরুদ্ধেই অভিযোগ উঠল টাকা হাতিয়ে নেওয়ার! এমনই ঘটনা ঘটেছে বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে। অভিযোগ ওঠে, বৃন্দাবনের ওই মন্দিরে প্রণামী বাক্সে জমা পড়া টাকা গুনতে গুনতে তা হাতিয়ে নিয়েছেন এক ব্যাঙ্ককর্মী। এরপরেই তদন্তে নেমে পুলিশ শনিবার ওই ব্যাঙ্ককর্মীকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে নগদ ন’লক্ষ টাকারও বেশি উদ্ধার করা হয়েছে বলেও খবর।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃন্দাবন শহরের ঠাকুর বাঁকে বিহারি মহারাজ মন্দিরের টাকা চুরির অভিযোগ উঠেছে এক ব্যাঙ্ককর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে, মথুরার ড্যাম্পিয়ার নগরে ওই ব্যাঙ্কের শাখায় কর্মরত অভিনব সাক্সেনার দায়িত্ব ছিল ওই মন্দিরের টাকা গোনার। অভিযোগ,সেই সুযোগই কাজে লাগিয়েছিলেন তিনি। কার্যত ‘অভিনব’ কায়দায় টাকা গোনার সময়ই তা চুরি করেন তিনি! পুলিশ সূত্রে খবর, গত তিন দিন ধরে ধীরে ধীরে ওই টাকা সরাচ্ছিলেন অভিনব। পুলিশি জেরায় চুরির কথা স্বীকারও করেছেন তিনি।

advertisement

আরও পড়ুন: ৫০০ টাকার নোট কি বন্ধ হয়ে যাবে…? গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল আরবিআই, অবশ্যই জানুন!

এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর সামনে আসা মাত্রই অভিনবকে বরখাস্ত করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিনবের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ২০২০ সাল থেকে ওই ব্যাঙ্কের বৃন্দাবন শাখায় কর্মরত রয়েছেন অভিনব। চুরির বিষয়ে সন্দেহ হওয়ার পরই মন্দির কমিটির এক জন সদস্য থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। চুরির তদন্তে নেমে পুলিশ দেখতে চাইছে রামপুরের বাসিন্দা অভিনব কি একাই এই চুরির সঙ্গে যুক্ত, নাকি নেপথ্যে অন্য আরও কেউ রয়েছেন? খতিয়ে দেখা হচ্ছে তাও।

advertisement

আরও পড়ুন: দিদিমার ফোন থেকে নাতনির নগ্ন ছবি! ১৬ বছরের ক্রীড়াবিদের জীবন নিয়ে ‘ছিনিমিনি’ খেলল কোচ…!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এফআইআর অনুসারে, মন্দির চত্বরে রাখা ১৬টি ‘দানপাত্রে’ ভক্তেরা প্রণামী দেন। ওই বাক্সগুলিতে জমা হওয়া টাকা প্রতি মাসে এক বার বা কখনও দু’বার গুনে মন্দির ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়। মন্দির কমিটির এক কর্তা জগন্মোহন এই প্রসঙ্গে বলেন, ‘‘যে সব ব্যাঙ্কে আমাদের অ্যাকাউন্ট আছে, মন্দিরের দানপাত্রে জমা পড়া টাকা গোনার জন্য তাদের চিঠি দিই। চার দিন আগে বৃন্দাবনের বিদ্যাপীঠ ক্রসিংয়ের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখাতে চিঠি পাঠিয়েছিলাম। তারা অভিনব এবং অন্য এক কর্মীকে টাকা গোনার জন্য পাঠিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় আমাদের ট্রাস্টের একজন কর্মী সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করার সময় টাকা চুরির ঘটনাটি দেখতে পান।’’ এরপরেই তদন্তে নামে পুলিশ পাকড়াও করা হয় অভিনবকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mathura: টাকা গুনতে গুনতেই 'ভ্যানিস'! বৃন্দাবনে মন্দিরের প্রণামী বাক্স থেকে চুরির অভিযোগে গ্রেফতার ব্যাঙ্ককর্মী, উদ্ধার সাড়ে নয় লক্ষ টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল