দিদিমার ফোন থেকে নাতনির নগ্ন ছবি! ১৬ বছরের ক্রীড়াবিদের জীবন নিয়ে 'ছিনিমিনি' খেলল কোচ...তার পর?
- Published by:Tias Banerjee
Last Updated:
Photo from Grandmother's Phone: ছুটি কাটাতে গিয়েছিল নাতনি। দিদিমার ফোন থেকেই এক ‘অদ্ভুত’ ছবি চলে গেল কোচের মোবাইলে। যা দেখে স্তব্ধ হয়ে গেলেন দিদিমা। পর্দার আড়ালে চলছিল এক ভয়ঙ্কর সত্য, যার সূত্রপাত এই ছবিতেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সুরেশ বলাজিকে আপাতত ৮ দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা সমস্ত ভুক্তভোগী মেয়েদের বয়ান নিচ্ছে এবং এই ঘটনার গভীরে গিয়ে তদন্ত করছে। পুলিশ আরও জানিয়েছে, যাঁদের কাছে কোনও তথ্য রয়েছে বা যাঁরা এরকম ঘটনার শিকার হয়েছেন, তাঁরা যেন সামনে এসে অভিযোগ জানান। মেয়েটির পরিবার এখনও মানসিকভাবে বিধ্বস্ত। (Representational Image)
advertisement
বেঙ্গালুরুর হুলিমাভু এলাকার সেই ব্যাডমিন্টন কোচ সুরেশ বলাজিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ—১৬ বছর বয়সি এক মেয়েকে বারবার ধর্ষণ এবং আরও আটজন নাবালিকার নগ্ন ছবি নিজের মোবাইলে রাখার। তাঁরা চাইছেন অভিযুক্তকে কড়া শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘৃণ্য কাজ করতে সাহস না পায়। (Representational Image)