TRENDING:

বহু বিতর্কেও আটকাল না জয়, তারাপুর থেকে বিপুল ভোটে জয়ী বিহারের বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

Last Updated:

তারাপুর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তারাপুর: তারাপুর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করলেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। আরজেডির বিপক্ষে থাকা অরুণ শাহকে হারিয়ে ১ লক্ষ ১১ হাজার ২৬২ ভোটে হারান সম্রাট। তাঁকে নিয়ে বহু বিতর্ক থাকলেও সেই বিষয়ে কোনও প্রভাবই পড়ল না ভোটবাক্সে।
তারাপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী সম্রাট চৌধুরী
তারাপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী সম্রাট চৌধুরী
advertisement

নির্বাচন কমিশন অনুযায়ী, তারাপুর বিধানসভা থেকে ৬৫.২২% ভোট পেয়েছেন তিনি। শুক্রবার, এই ফলাফল সামনে আসতেই জয়োল্লাস দেখা যায়।

বিহারের নির্বাচনের ফল বেরোতেই বিপর্যয় নেমে এসেছে বিরোধী শিবিরে৷ গত বিধানসভা ভোটে আরজেডি দুর্দান্ত ফল করলেও এবার গেরুয়া ঝড়ে তাদের প্রধান বিরোধী দলের তকমা পাওয়াই দায়৷ তার উপর আবার এবারের নির্বাচনে আরজেডি-র প্রধান মুখ তেজস্বী যাদব নিজেই কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন৷ তেজস্বী শেষ পর্যন্ত নিজের কেন্দ্র রাঘোপুর রক্ষা করতে পারবেন কি না, তা নিয়েই এখন চূড়ান্ত কৌতূহল তৈরি হয়৷

advertisement

ভোট গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় তেজস্বী এবং তাঁর প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থী সতীশ কুমারের মধ্যে৷ ২০১৫ এবং ২০২০ সালে এই সতীশ কুমারকেই রাঘোপুর কেন্দ্র থেকে পরাজিত করেন তেজস্বী৷

অন্যদিকে প্রাক্তন আরজেডি নেতা সতীশ কুমার আবার ২০১০ সালে তেজস্বীর মা রাবড়ি দেবীকে এই রাঘোপুর কেন্দ্র থেকেই পরাজিত করেছিলেন৷ ফের তিনি এবার রাঘোপুরে বাজিমাত করবেন কি না, তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীতশিল্পী এসডি বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের!কোন সম্পর্ক জড়িয়েছিলেন
আরও দেখুন

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিহারে প্রথম দফায় ভোট দিয়েছেন ৬৫.০৮ শতাংশ এবং দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন ৬৮.৭৬ শতাংশ। দু’দফা মিলিয়ে বিহারে মোট ভোটদানের হার ৬৬.৯১ শতাংশ। যা গতবারের তুলনায় ৯.৬২ শতাংশ বেশি। অতীতে কখনই এই হারে বিহারের মানুষ ভোট দেননি। এর আগে বিহারে সবথেকে বেশি ভোট পড়েছিল ২০০০ সালের বিধানসভা নির্বাচনে, ৬২.৫৭ শতাংশ। ১৯৯৮ সালের লোকসভা ভোটে বিহারে ভোট দিয়েছিলেন ৬৪.৬০ শতাংশ ভোটার। ঐতিহ্য বজায় রেখে এবারেও বিহারে পুরুষদের অনুপাতে মহিলারা বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। প্রায় ৭১.৬ শতাংশ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বহু বিতর্কেও আটকাল না জয়, তারাপুর থেকে বিপুল ভোটে জয়ী বিহারের বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল