TRENDING:

J&K Poonch Attack: স্ট্র্যাটেজিতে বদল! মাও কায়দায় হামলার ছক কষছে জম্মু-কাশ্মীরের জঙ্গিরা

Last Updated:

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনা ট্রাকে জঙ্গি হামলার ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ৫ সেনা জওয়ানের৷ একজনের অবস্থা আশঙ্কাজনক৷ সেনা আধিকারিকরা জানিয়েছেন, ট্রাকটিকে চতুর্দিক থেকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালিয়েছে জঙ্গিরা৷ এই হামলার ঘটনায় একাধিক জঙ্গি জড়িত রয়েছে বলে মনে করছে সেনা৷ ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনা ট্রাকে জঙ্গি হামলার ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ৫ সেনা জওয়ানের৷ একজনের অবস্থা আশঙ্কাজনক৷ সেনা আধিকারিকরা জানিয়েছেন, ট্রাকটিকে চতুর্দিক থেকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালিয়েছে জঙ্গিরা৷ এই হামলার ঘটনায় একাধিক জঙ্গি জড়িত রয়েছে বলে মনে করছে সেনা৷ ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷
advertisement

সূত্রের খবর, প্রাথমিক ভাবে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় বড় ধরনের স্ট্র্যাটেজিক বদল লক্ষ্য করছেন সেনা আধিকারিকেরা৷ তাঁরা বলছেন, সাম্প্রতিক হালে জঙ্গি হামলার ধরন ধারণ লক্ষ্য করে বোঝা যাচ্ছে, এখন তারা অনেকটাই মাও কায়দায় হামলার ছক কষছে৷ এখন জঙ্গিদের টার্গেট শহর থেকে বেশি কেন্দ্রীভূত হয়েছে জঙ্গলে ও গ্রামে৷

আরও পড়ুন: জুলাই নাকি অগাস্ট! কবে হবে পঞ্চায়েত ভোট? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে রাজ্য়জুড়ে জল্পনা

advertisement

সূত্রের দাবি, শহরে জঙ্গিদের গ্রাউন্ড ওয়ার্কারদের সংখ্যা অনেকটাই কমেছে৷ সক্রিয় জঙ্গিদের অনেকেই জঙ্গলের ভিতরে বিক্ষিপ্ত ভাবে ইতিউতি আশ্রয় নিয়েছে৷ তাই বড় কোনও অপারেশন করলে তারা জঙ্গলের মধ্যেই সেনা দল বা কনভয়কে টার্গেট করছে৷ তারপরে ফের মিলিয়ে যাচ্ছে জঙ্গলে৷ কারণ, এই জঙ্গল ওদের অনেকটাই চেনা৷ সেই তুলনায় জঙ্গলে অপারেশন চালানোর ক্ষেত্রে সেনা জওয়ানের কাছে বেশ কঠিন৷

advertisement

বৃহস্পতিবারের হামলার পরেই অবশ্য পুঞ্চের ঘটনাস্থল সংলগ্ন ঘন অরণ্য বাটা-দরিয়া জঙ্গলে চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা৷ জঙ্গিদের নাগাল পেতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে৷ নামানো হয়েছে সেনা কুকুর, ড্রোন৷

আরও পড়ুন: নারী নিরাপত্তায় ফের বড়সড় পদক্ষেপ লালবাজারের! এবার 'নজরবন্দি' শহরের আরও বিস্তীর্ণ এলাকা

নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন রাজৌরি ও পুঞ্চ দুই জেলাতেই জারি হয়েছে হাই অ্যালার্ট৷ ভিম্বার গলি-পুঞ্চ রোডে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জানা গিয়েছে, রাষ্ট্রীয় রাইফেলসেরওই সেনারা জঙ্গলের মধ্যের রাস্তা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল৷ তার মধ্যেই হামলা চালানো হয়৷ মুহূর্তেই আগুন ধরে যায় গোটা ট্রাকে৷

বাংলা খবর/ খবর/দেশ/
J&K Poonch Attack: স্ট্র্যাটেজিতে বদল! মাও কায়দায় হামলার ছক কষছে জম্মু-কাশ্মীরের জঙ্গিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল