সূত্রের খবর, প্রাথমিক ভাবে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় বড় ধরনের স্ট্র্যাটেজিক বদল লক্ষ্য করছেন সেনা আধিকারিকেরা৷ তাঁরা বলছেন, সাম্প্রতিক হালে জঙ্গি হামলার ধরন ধারণ লক্ষ্য করে বোঝা যাচ্ছে, এখন তারা অনেকটাই মাও কায়দায় হামলার ছক কষছে৷ এখন জঙ্গিদের টার্গেট শহর থেকে বেশি কেন্দ্রীভূত হয়েছে জঙ্গলে ও গ্রামে৷
advertisement
সূত্রের দাবি, শহরে জঙ্গিদের গ্রাউন্ড ওয়ার্কারদের সংখ্যা অনেকটাই কমেছে৷ সক্রিয় জঙ্গিদের অনেকেই জঙ্গলের ভিতরে বিক্ষিপ্ত ভাবে ইতিউতি আশ্রয় নিয়েছে৷ তাই বড় কোনও অপারেশন করলে তারা জঙ্গলের মধ্যেই সেনা দল বা কনভয়কে টার্গেট করছে৷ তারপরে ফের মিলিয়ে যাচ্ছে জঙ্গলে৷ কারণ, এই জঙ্গল ওদের অনেকটাই চেনা৷ সেই তুলনায় জঙ্গলে অপারেশন চালানোর ক্ষেত্রে সেনা জওয়ানের কাছে বেশ কঠিন৷
বৃহস্পতিবারের হামলার পরেই অবশ্য পুঞ্চের ঘটনাস্থল সংলগ্ন ঘন অরণ্য বাটা-দরিয়া জঙ্গলে চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা৷ জঙ্গিদের নাগাল পেতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে৷ নামানো হয়েছে সেনা কুকুর, ড্রোন৷
আরও পড়ুন: নারী নিরাপত্তায় ফের বড়সড় পদক্ষেপ লালবাজারের! এবার 'নজরবন্দি' শহরের আরও বিস্তীর্ণ এলাকা
নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন রাজৌরি ও পুঞ্চ দুই জেলাতেই জারি হয়েছে হাই অ্যালার্ট৷ ভিম্বার গলি-পুঞ্চ রোডে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ৷
জানা গিয়েছে, রাষ্ট্রীয় রাইফেলসেরওই সেনারা জঙ্গলের মধ্যের রাস্তা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল৷ তার মধ্যেই হামলা চালানো হয়৷ মুহূর্তেই আগুন ধরে যায় গোটা ট্রাকে৷