TRENDING:

বাক-স্বাধীনতার অর্থ রাষ্ট্রবিরোধীতা নয় : অরুণ জেটলি

Last Updated:

জাতীয়তাবাদ ক্রমশ একমাত্র আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে জাতীয় রাজনীতিতে ৷ তাই হয়তো, যে কোনও অনুষ্ঠানে, যে কোনও ভাষণে বিজেপি নেতৃত্বরা তুলে ধরছেন জেএনইউ ইস্যু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জাতীয়তাবাদ ক্রমশ একমাত্র আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে জাতীয় রাজনীতিতে ৷ তাই হয়তো, যে কোনও অনুষ্ঠানে, যে কোনও ভাষণে বিজেপি নেতৃত্বরা তুলে ধরছেন জেএনইউ ইস্যু ৷ সম্প্রতি নয়াদিল্লিতে এক দলীয় সভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রশ্ন তুললেন সংবিধানের বাক-স্বাধীনতার অধিকারের ওপর ৷ এদিন অরুণ জেটলি সোজাসুজি বললেন, ‘সংবিধান বাক স্বাধীনতা ও মতমাত প্রকাশের অধিকার দিয়েছে ৷ কিন্তু তার মানে এই নয় যে যে কেউ বাক স্বাধীনতার নাম করে রাষ্ট্রের বিরোধীতা করে কথা বলবে ৷ এইধরণের আচরণ রাষ্ট্রকে নষ্ট করে দেয় !’ অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ নিজের ভাষণে বলেন, ‘দেশের প্রতি কোনও ধরণের বিরোধীতা সহ্য করা হবে না ৷ আর যাঁরা এধরণের আচরণকে প্রশয় দেবে তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে ৷ ’
advertisement

স্বভাবতই জেএনইউ ও রোহিত ভেমুলা ইস্যুকে হাতিয়ার বানিয়ে মোদি শিবিরের কড়া সমালোচনায় বিরোধীরা ৷ বিরোধীদের সেই হাতিয়ারকেই দুর্বল করতে বিজেপি শিবিরের এই বক্তব্যকে, হুঙ্কার বলেই মনে করছে বিরোধী মহল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
বাক-স্বাধীনতার অর্থ রাষ্ট্রবিরোধীতা নয় : অরুণ জেটলি