TRENDING:

TN Election: চপার, আইফোন, চাঁদে ভ্রমণ! ভোটে জিতলে সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দিলেন নির্দল প্রার্থী

Last Updated:

সবচেয়ে উল্ল্যেখযোগ্য আর ধামাকদার প্রতিশ্রুতি হল বিনামূল্যে চাঁদে ভ্রমণ । ১০০ দিনের ট্যুর তিনি করাবেন সোজা চাঁদের মাটিতে । এ যেন ভাবা যায় না ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদুরাই: ভোটের বাজারে বিতর্ক, সমালোচনা, তর্ক, যুদ্ধ যেমন আছে, তেমনই এই মহাযুদ্ধে রয়েছে হাসি, মশকরা, ট্রোলিং, আজব নানা কাণ্ডকারখানা । ঠিক তেমনই এ বার মজার এক ইস্তেহার দেখে হাসির রোল উঠেছে গোটা দেশে । সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা নিয়ে রঙ্গরসিকতাও হচ্ছে ।
advertisement

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে । সে রাজ্যেও রয়েছে বিধানসভা নির্বাচন । আর সে কারণেই ভোটের দামামা বেজে গিয়েছে দক্ষিণের এই রাজ্যেও । ভোটে লড়ছেন নির্দল প্রার্থী সারাভানান । দক্ষিণ মাদুরাই থেকে নির্দলে ভোটে লড়ছেন তিনি । নিজের ইস্তেহারে দূর্দান্ত সব চমক রেখেছেন সারাভানান । আর তাতেই চমকে দিয়েছেন সকলকে ।

কী নেই সেই ইস্তেহারে । বিশ্বের সমস্ত ভোট প্রার্থীকে একাই পিছনে ফেলে দিয়েছেন শুধুমাত্র এই ইস্তেহারের জেরে । আইফোন থেকে শুরু করে চপার, প্রত্যেক বাড়িতে গাড়ি, একটি করে রোবট, নৌকা, তিন তলা বাড়ি সঙ্গে স্যুইমিং পুল, পরিবার পিছু এক কোটি করে টাকাও দেওয়ার প্রতিশ্রুতি দেয়েছেন সারাভান । আর সবচেয়ে উল্ল্যেখযোগ্য আর ধামাকদার প্রতিশ্রুতি হল বিনামূল্যে চাঁদে ভ্রমণ । ১০০ দিনের ট্যুর তিনি করাবেন সোজা চাঁদের মাটিতে । এ যেন ভাবা যায় না । এর সঙ্গে তো সমাজের নানা উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি আছেই । তার মধ্যে উল্ল্যেখযোগ্য হল এলাকায় ৩০০ ফুটের একটি বরফের কৃত্রিম পাহাড় বানাবেন তিনি । যাতে ওই এলাকা গরমের সঙ্গে যুঝতে পারে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কিন্তু কেন এমন আকাশ কুসুম ইস্তেহার? রাজ্যের যুবাদের রাজনীতির প্রতি আকৃষ্ট করাই তাঁর প্রধান উদ্দেশ্য । ভোটের আগে রাজনীতিবিদরা সবসময়ই অনেক বড় বড় প্রতিশ্রুতি দেন, আর তারপর সবটাই ভুলে যান । সেই সমস্ত প্রার্থীকে বিঁধতে এবং মানুষকে সজাগ করতেই এমন পদক্ষেপ তিনি নিয়েছেন বলে জানালেন সারাভান ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
TN Election: চপার, আইফোন, চাঁদে ভ্রমণ! ভোটে জিতলে সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দিলেন নির্দল প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল