TRENDING:

পাল্টা জবাবে ফ্রান্স, জঙ্গি ঘাঁটিতে হামলা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস:  জঙ্গি হামলার  ৪৮ ঘণ্টা পেরতে না পেরতেই ISIS কে পাল্টা জবাব ফ্রান্সের ৷ প্যারিসের ভয়াবহ বিস্ফোরণের জবাবে সিরিয়ায় ISIS জঙ্গি ঘাঁটিতে আকাশ পথে হামলা চালায় ফ্রান্স ৷ রবিবার রাতে ফ্রান্সের ১২টি যুদ্ধবিমান রাক্কায় অবস্থিত ISIS-এর ঘাঁটি লক্ষ্য করে ২০টি বোমা ছোড়ে ৷ ISIS ঘাঁটিতে এটাই সব থেকে বড় হামলা বলে জানিয়েছে ফ্রান্সের প্রতিরক্ষক মন্ত্রক ৷ প্রথম হামলায় ধ্বংস হয় একটি কমান্ড পোস্ট ৷ এই কমান্ড পোস্টটি অস্ত্র ও গোলাবারুদের ঘাঁটি বলে জানা গিয়েছে ৷ দ্বিতীয় হামলাটি করা হয় ISIS এর প্রশিক্ষণ কেন্দ্রে ৷ এরপর একে একে ধুলিসাৎ এ পরিণত হয় ISIS এর কবলে থাকা বিভিন্ন জায়গা ৷
advertisement

হামলা চালানোর জন্য জর্ডন ও সংযুক্ত আরব আমিরশাহি থেকে ওড়ানো হয় যুদ্ধবিমান গুলি ৷ অন্যদিকে ISIS এর তরফে জানানো হয় এই হামলায় হতাহতের কোন খবর নেয় ৷ জি-২০ অন্তর্ভুত দেশগুলি তুরস্ক সম্মেলনে এক জোট হয়ে এই হামলার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে ৷ এই হামলার মাধ্যমে হল্যান্ড বুঝিয়ে দিলেন যে সন্ত্রাসবাদ দমনে এবং ISIS এর বিরুদ্ধে নীতি বদলাবে না ফ্রান্স ৷ বরং আরও কঠোর পদক্ষেপ নেবে তারা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

শুক্রবার রাতে প্যারিসের বিভিন্ন জায়গায় হামলা চালায় এই জঙ্গি সংগঠন ৷ কমপক্ষে ১৪০ জন মানুষ মারা যান এই হামলায় ৷ মর্মান্তিক এই হামলার নিন্দা করেছে সারা বিশ্ব ৷ আর প্যারিসের ভাষায় ‘উই আর নট অ্যাফ্রেড’৷

বাংলা খবর/ খবর/দেশ/
পাল্টা জবাবে ফ্রান্স, জঙ্গি ঘাঁটিতে হামলা