TRENDING:

অলোক ভার্মার বাড়ির সামনে উত্তেজনা, ৪ সন্দেহভাজনকে আটক করল দিল্লি পুলিশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সিবিআই নিয়ে মাথা ব‍্যথা কমাতে মাথাদেরই সরিয়ে দিল মোদি সরকার। ছুটিতে পাঠিয়ে দেওয়া হল ডিরেক্টর ও স্পেশাল ডিরেক্টরকে। মাঝরাতে নজিরবিহীনভাবে বদলি করে দেওয়া হল তেরো জন শীর্ষ আধিকারিককে। ছুটিতে পাঠানো হয়েছে সিবিআই ডিরেক্টর অলোক ভার্মা এবং স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে ৷ সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সকাল থেকে ফের উত্তেজনা অলোক ভার্মার বাড়ির সামনে ৷ ৪ সন্দেহভাজনকে আটক করেছে দিল্লি পুলিশ ৷
advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে উদ্দেশ্যহীন ভাব ৪ ব্যক্তি ঘুরে বেরাচ্ছিল অলোক ভার্মার বাড়ির সামনে ৷ পুলিশের সন্দেহ হতেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷ প্রশ্নোত্তরের সময়ই সন্দেহ হয় পুলিশের ৷ এরপরই চারজনকে আটক করে দিল্লি পুলিশ ৷

আরও পড়ুন: সুখবর ! আগামী ১ মাসের মধ্যে ৭ টাকা প্রতি লিটারে কমবে পেট্রোলের দাম

advertisement

মঙ্গলবার রাতের অন্ধকারে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় লোদী রোডের যান চলাচল ৷ সিবিআই দফতরের দখল নেয় দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ৷ হাজির হন নতুন অধিকর্তা এম নাগেশ্বর রাও ৷ সিল করে দেওয়া হয় অলোক এবং আস্থানার অফিস ৷ কিছুক্ষণের মধ্যেই অলোককুমারকে খবর দিয়ে জানানো হয় যে, তিনি অপসারিত ৷ পাশাপাশি ১৩ জনকে সিবিআই শীর্ষ আধিকারিককে রাতারাতি বদলি করে দেওয়া হয় ৷ এরপরেই কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোঈর্টের দ্বারস্থ হন অলোককুমার ভার্মা ৷ সিবিআই ডিরেক্টরের পদ থেকে তাঁকে অপসারিত করে নতুন অধিকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে এম নাগেশ্বর রাওকে ৷ সরকারের এই পদক্ষেপকে আইনবিরুদ্ধ বলে দাবি করেন অলোককুমার বার্মা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে, অলোককুমার ভার্মার জায়গায় এম নাগেশ্বর রাওকে নিয়ে আসা হলেও স্পেশাল ডিরেক্টর পদে রাকেশ আস্থানার জায়গায় এখনও কাউকে নিয়ে আসা হয়নি ৷ তবে, আস্থানার বিরুদ্ধে যেসমস্ত সিবিআই আধিকারিকেরা তদন্ত করছিলেন ৷ তাদের দেশের বিভিন্ন প্রান্তে বদলি করে দেওয়া হয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
অলোক ভার্মার বাড়ির সামনে উত্তেজনা, ৪ সন্দেহভাজনকে আটক করল দিল্লি পুলিশ