সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ৭৪ বছর বয়সি জগদীপ ধনখড় ১০ জানুয়ারি প্রথমবার অসুস্থবোধ করেন। পরে চিকিৎসকদের সঙ্গে পরামর্শের জন্য তিনি AIIMS-এ গেলে, সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ওয়াশরুমে যাওয়ার সময় দু’বার অজ্ঞান হয়ে পড়েন প্রাক্তন উপরাষ্ট্রপতি। এরপরই বিস্তারিত মেডিক্যাল মূল্যায়নের পরামর্শ দেওয়া হয়। সোমবার নিয়মিত চেকআপে গেলে চিকিৎসকরা তাঁকে ভর্তি থাকার পরামর্শ দেন।
সূত্র অনুযায়ী, ধনখড়ের শারীরিক অবস্থার মূল্যায়নে এমআরআই-সহ একাধিক পরীক্ষা করা হবে। সাম্প্রতিক মাসগুলিতে বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একাধিকবার অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে তাঁর। কচ্ছের রণ, উত্তরাখণ্ড, কেরল এবং দিল্লিতে অনুষ্ঠানের সময় ব্ল্যাক আউট হয়ে যায় বলে জানিয়েছেন এক আধিকারিক।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। সেই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। ইস্তফার পর খুব সীমিত সংখ্যক অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা নিয়ে ধনখড় বা তাঁর পরিবারের তরফে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।
