শুধু তাই নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা এবং নির্যাতিতাকে ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷ প্রজ্জ্বল রেভানার বিরুদ্ধে মোট চারটি যৌন নির্যাতন এবং ধর্ষণের অভিযোগের মামলা চলছিল৷ তার মধ্যে একটি মামলায় রায় দিল আদালত৷
৪৮ বছর বয়সি ওই নির্যাতিতার অভিযোগ ছিল, তিনি কর্ণাটকের হাসান জেলার হোলেনারাসিপুরায় রেভানা পরিবারের একটি ফার্ম হাউজে পরিচারিকার কাজ করতেন৷ ২০২১ সালে সেখানে প্রজ্জ্বল রেভানা তাঁকে দু বার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই নির্যাতিতার৷ সেই ঘটনা মোবাইলেও তুলে রাখা বলে অভিযোগ করেন ওই নির্যাতিতা৷
advertisement
এ বছরের অগাস্ট মাসেই রেভানার বিরুদ্ধে আদালত চার্জ ফ্রেম করে৷ তাঁর বিরুদ্ধে প্রভাবশালী পদে থেকে মহিলাকে ধর্ষণ, বারংবার ধর্ষণ, সম্মানহানি, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ লোপাট সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়৷
মহিলাদের উপরে রেভানা বিভিন্ন ধরনের যৌন নির্যাতন চালাচ্ছেন, এরকম প্রায় ২০০০টি ভিডিও ক্লিপ গত বছরই ভাইরাল হয়েছিল৷ তার পরেই রেভানার বিরুদ্ধে চারটি মামলা দায়ের হয়৷ রেভানার বিরুদ্ধে ধর্ষণের প্রথম অভিযোগটি করেছিলেন ৪৮ বছর বয়সি এই নির্যাতিতাই৷
এই অভিযোগ দায়েরের পরই ওই নির্যাতিতাকে অপহরণ করা হয় বলে অভিযোগ৷ ওই নির্যাতিতা মহিলা যাতে তাঁদের ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে না পারেন, সেই জন্যই রেভানার বাবা-মা এই কাণ্ড ঘটান বলে অভিযোগ৷ পরে অবশ্য একটি ফার্ম হাউজ থেকে তাঁকে উদ্ধার করে কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল৷
তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতন অভিযোগ ওঠার পরই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর জার্মানি চলে যান রেভানা৷ কিন্তু গত বছর লোকসভা ভোট মেটার পর মে মাসে ভারতে ফেরার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হয়৷ তার পর থেকে জেলেই রয়েছেন রেভানা৷