এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ধনঞ্জয় গোপ ওরফে সুধীর গুমনা এরিয়া কমিটির ডিভিশনাল কমিটি মেম্বার ছিলেন৷ ২০০৯ সাল পর্যন্ত তিনি কালীমেলা এলাকার সক্রিয় সদস্য ছিলেন৷
১৪-১৫ বছর ধরে সক্রিয় ভাবে মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার পর ছ বছর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে কোরাপুটে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ধনঞ্জয়৷ তাঁর বিরুদ্ধে সাড়া ফেলে দেওয়া একাধিক খুন এবং লুঠপাটের অভিযোগ ছিল পুলিশের খাতায়৷
advertisement
তবে একা ধনঞ্জয় নন, এর আগে আরও এক মাওবাদী সদস্য রামা মাদকামি ওরফে দীনেশও ২০১৫ সালে আত্মসমর্পণ করেছিলেন৷ বর্তমানে তিনিও মালকানগিরির একটি হাসপাতালে নিরাপত্তারক্ষীর কাজ করেন৷
প্রাক্তন এই দুই মাওবাদী নেতারই দাবি, নতুন এই জীবনে তাঁরা অনেক ভাল আছেন৷ এখনও যাঁরা মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাঁদেরকেও মূলস্রোতে ফিরে আসার পরামর্শ দিয়েছেন সুধীর, দীনেশরা৷
