TRENDING:

Sandip Dikshit: মাকে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল, ১২ বছর পর সেই নতুন দিল্লিতেই 'হিসেব মেলালেন' শীলা পুত্র সন্দীপ

Last Updated:

একদিন যাঁকে হারিয়ে ক্ষমতা দখল করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তাঁর পরাজয়ে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপেরও অবদান থাকল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ১২ বছর আগে এই নতুন দিল্লি কেন্দ্র থেকেই তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়ে মসনদে বসেছিলেন তিনি৷ দশ বছরের বেশি দিল্লি শাসনের পর সেই নতুন দিল্লি কেন্দ্র থেকে পরাজিত হতে হলে অরবিন্দ কেজরিওয়ালকে৷ একদিন যাঁকে হারিয়ে ক্ষমতা দখল করেছিলেন তিনি, কেজরিওয়ালের পরাজয়ে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপেরও অবদান থাকল৷
কেজরিওয়ালের হারে অবদান থাকল প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপেরও৷
কেজরিওয়ালের হারে অবদান থাকল প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপেরও৷
advertisement

নতুন দিল্লি কেন্দ্র থেকে বিজেপির পরভেশ ভার্মার কাছে পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷ এই কেন্দ্র থেকেই শীলা দীক্ষিতের ছেলে সন্দীপকে প্রার্থী করেছিল কংগ্রেস৷ ভোটের ফল বেরোতে দেখা যায়, বিজেপি-র পরভেশ ভার্মার কাছে ৪০৮৯ ভোটে পরাজিত হয়েছেন কেজরিওয়াল৷ সেখানে কংগ্রেসের সন্দীপ দীক্ষিত পেয়েছেন ৪৫৬৮টি ভোট৷ ফলে শুধু দিল্লির ক্ষমতা হাতছাড়া নয়, কেজরিওয়ালের পরাজয়েও বড় ভূমিকা থাকল কংগ্রেসের৷ অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা সেরকমই দাবি করছেন৷ তাঁদের মতে, আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হলে এই নয়াদিল্লি কেন্দ্র থেকে কেজরিওয়ালের জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যেত৷

advertisement

আরও পড়ুন: অর্থ-ক্ষমতা-মদেই কেজরিওয়ালের পতন! দিল্লিতে আপ হারতেই মুখ খুললেন অন্না হাজারে

নতুন দিল্লি আসনটির আগে নাম ছিল গোল মার্কেট৷ ১৯৯৮ এবং ২০০৩ সালে এই কেন্দ্র থেকে জয় পান শীলা দীক্ষিত৷ সীমানা পুনর্বিন্যাসের পর আসনটির নাম হয় নতুন দিল্লি৷ ২০০৮ সালে ফের ওই কেন্দ্র থেকে জয় পান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত৷ ২০১৩ সালে অরবিন্দ কেজরিওয়ালের কাছে পরাজিত হন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দিল্লির ফল বলছে, ৪৫ শতাংশ ভোট পেয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি৷ ৪৮টি আসনে জয় পেয়েছে তারা৷ অন্যদিকে আপ পেয়েছে মাত্র ২২টি আসন৷ আসন সংখ্যার নিরিখে বিজেপি-র সঙ্গে আপ-এর ব্যবধান অনেকটা বেশি হলেও ভোট শতাংশের নিরিখে পদ্ম শিবিরের তুলনায় মাত্র ২ শতাংশ ভোট কম পেয়েছে আপ৷ তাদের ঝুলিতে এসেছে ৪৩ শতাংশ ভোট৷ কংগ্রেস পেয়েছে ৬ শতাংশ ভোট৷ ফলে সার্বিক ভাবেও আপ-কংগ্রেস জোট হলে দিল্লির ভোটের ফলও অনেকটাই অন্যরকম হত, এমনটাই মত বিশেষজ্ঞদের৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Sandip Dikshit: মাকে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল, ১২ বছর পর সেই নতুন দিল্লিতেই 'হিসেব মেলালেন' শীলা পুত্র সন্দীপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল