TRENDING:

Sandip Dikshit: মাকে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল, ১২ বছর পর সেই নতুন দিল্লিতেই 'হিসেব মেলালেন' শীলা পুত্র সন্দীপ

Last Updated:

একদিন যাঁকে হারিয়ে ক্ষমতা দখল করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তাঁর পরাজয়ে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপেরও অবদান থাকল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ১২ বছর আগে এই নতুন দিল্লি কেন্দ্র থেকেই তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়ে মসনদে বসেছিলেন তিনি৷ দশ বছরের বেশি দিল্লি শাসনের পর সেই নতুন দিল্লি কেন্দ্র থেকে পরাজিত হতে হলে অরবিন্দ কেজরিওয়ালকে৷ একদিন যাঁকে হারিয়ে ক্ষমতা দখল করেছিলেন তিনি, কেজরিওয়ালের পরাজয়ে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপেরও অবদান থাকল৷
কেজরিওয়ালের হারে অবদান থাকল প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপেরও৷
কেজরিওয়ালের হারে অবদান থাকল প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপেরও৷
advertisement

নতুন দিল্লি কেন্দ্র থেকে বিজেপির পরভেশ ভার্মার কাছে পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷ এই কেন্দ্র থেকেই শীলা দীক্ষিতের ছেলে সন্দীপকে প্রার্থী করেছিল কংগ্রেস৷ ভোটের ফল বেরোতে দেখা যায়, বিজেপি-র পরভেশ ভার্মার কাছে ৪০৮৯ ভোটে পরাজিত হয়েছেন কেজরিওয়াল৷ সেখানে কংগ্রেসের সন্দীপ দীক্ষিত পেয়েছেন ৪৫৬৮টি ভোট৷ ফলে শুধু দিল্লির ক্ষমতা হাতছাড়া নয়, কেজরিওয়ালের পরাজয়েও বড় ভূমিকা থাকল কংগ্রেসের৷ অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা সেরকমই দাবি করছেন৷ তাঁদের মতে, আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হলে এই নয়াদিল্লি কেন্দ্র থেকে কেজরিওয়ালের জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যেত৷

advertisement

আরও পড়ুন: অর্থ-ক্ষমতা-মদেই কেজরিওয়ালের পতন! দিল্লিতে আপ হারতেই মুখ খুললেন অন্না হাজারে

নতুন দিল্লি আসনটির আগে নাম ছিল গোল মার্কেট৷ ১৯৯৮ এবং ২০০৩ সালে এই কেন্দ্র থেকে জয় পান শীলা দীক্ষিত৷ সীমানা পুনর্বিন্যাসের পর আসনটির নাম হয় নতুন দিল্লি৷ ২০০৮ সালে ফের ওই কেন্দ্র থেকে জয় পান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত৷ ২০১৩ সালে অরবিন্দ কেজরিওয়ালের কাছে পরাজিত হন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

দিল্লির ফল বলছে, ৪৫ শতাংশ ভোট পেয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি৷ ৪৮টি আসনে জয় পেয়েছে তারা৷ অন্যদিকে আপ পেয়েছে মাত্র ২২টি আসন৷ আসন সংখ্যার নিরিখে বিজেপি-র সঙ্গে আপ-এর ব্যবধান অনেকটা বেশি হলেও ভোট শতাংশের নিরিখে পদ্ম শিবিরের তুলনায় মাত্র ২ শতাংশ ভোট কম পেয়েছে আপ৷ তাদের ঝুলিতে এসেছে ৪৩ শতাংশ ভোট৷ কংগ্রেস পেয়েছে ৬ শতাংশ ভোট৷ ফলে সার্বিক ভাবেও আপ-কংগ্রেস জোট হলে দিল্লির ভোটের ফলও অনেকটাই অন্যরকম হত, এমনটাই মত বিশেষজ্ঞদের৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Sandip Dikshit: মাকে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল, ১২ বছর পর সেই নতুন দিল্লিতেই 'হিসেব মেলালেন' শীলা পুত্র সন্দীপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল