TRENDING:

আগামী ২ দিন মুষলধারে বৃষ্টির সম্ভাবনা, জারি অ্যালার্ট

Last Updated:

মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে ২৯ ও ৩০ জুলাই বিকেলে ৬৫ মিমি-র বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হতে পারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আগামী দু’দিন দিল্লি-এনসিআরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মৌসম বিভাগের তরফে অ্যালার্ট জারি করা হয়েছে ৷ প্রবল বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর জেরে যাতায়াতের সমস্যা হতে পারে সাধারণ মানুষের ৷ ২৯ ও ৩০ জুলাই বিকেল থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস ৷
advertisement

মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে ২৯ ও ৩০ জুলাই বিকেলে ৬৫ মিমি-র বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হতে পারে ৷ এর জেরে আগে থেকেই সকলকে সতর্ক করা হয়েছে ৷ এবং সমস্যা এড়ানোর জন্য আগে থেকেই পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷

মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে,‘বর্তমানে মনসুন ট্রফ হিমালয়ের পাদদেশে চলছে ৷ ২৮ জুলাই মনসুন ট্রফ দক্ষিণের দিকে এগোবে ও দিল্লি ও এনসিআর এর কাছ দিয়ে যাবে ৷ আরব সাগর থেকে দক্ষিণ-পূর্ব হাওয়া ও বঙ্গোপসাগর থেকে হাওয়া হরিয়ানা, দিল্লি-এনসিআর, পশ্চিম উত্তরপ্রদেশ ও উত্তর-পূর্ব রাজস্থানে পৌঁছবে ৷ এর জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷’ তবে এখনও পর্যন্ত দিল্লিতে ২২ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে ৷

advertisement

মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ দক্ষিণের দিকে সরবে ২৯শে জুলাই। সমতলের দিকে সরবে এই রেখা ।এর ফলে দিল্লিসহ উত্তর প্রদেশ ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়বে ২৯ ও ৩১ শে জুলাই।পঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে ২৯ শে জুলাই থেকে ৩১ শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা।

সেরা ভিডিও

আরও দেখুন
১০০ বছরের ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে ভারতীয় রেল, জানেন কি ইংরেজ আমলে শুরু হয়েছিল রেলওয়ে মেল
আরও দেখুন

বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা। অসম ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। হিমালয় সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই সিস্টেমের ফলে ২৯ ও ৩০ শে জুলাই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সর্তকতা।উত্তরাখণ্ড উত্তর প্রদেশ বিহার উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে কর্ণাটক উপকূল ও কেরালা উপকূল এলাকায় এবং তামিলনাড়ু জুড়ে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আগামী ২ দিন মুষলধারে বৃষ্টির সম্ভাবনা, জারি অ্যালার্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল