আদালতে সিবিআইয়ের অভিযোগ, নিয়ম বহির্ভূত সুবিধা পাইয়ে দিতেই ঘুষ নিয়েছেন কার্তি। প্রমাণ হিসাবে দাখিল করা হয় আইএনএক্সের প্রাক্তন কর্ত্রী ইন্দ্রাণী মুখাপাধ্যায়ের জবানবন্দী। দাখিল করা হয় দু’পক্ষের মধ্যে ই-মেলের কপিও। কার্তি তদন্তে অসহযোগিতা করছেন বলেও অভিযোগ করে তদন্তকারী সংস্থা।
কার্তির আইনজীবী অভিষেক মনু সিংভির পাল্টা সওয়াল, সমন ইস্যু না করে গ্রেফতারির সিদ্ধান্ত নিতে পারে না সিবিআই। দীর্ঘ সওয়ালের পরই কার্তিকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
advertisement
২০০৭ সালে ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড বা এফআইপিবি-র নিয়ম ভাঙায় আইএনএক্স মিডিয়ার বিরুদ্ধে কর সংক্রান্ত তদন্ত চলছিলই। অভিযোগ ওঠে, বাবা পি চিদম্বরম কেন্দ্রীয় অর্থমন্ত্রী হওয়ার সুবাদে এই তদন্তের ওপর প্রভাব খাটান ছেলে কার্তি চিদম্বরম। গত বছর মে মাসে কার্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এ বছরের ষোলোই ফেব্রুয়ারি দেশের চোদ্দটি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। গ্রেফতার করা হয় কার্তির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে। কার্তিকেও হাজিরা দিতে সমন পাঠানো হয়। সমনের বিরোধিতা করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন কার্তি। সেই আবেদন খারিজ হওয়ায় তাঁকে চেন্নাই বিমান বন্দরেই গ্রেফতার করা হয়।