জোট সরকারের উপর কোনও চাপ আছে কি? ভারতীয় অর্থনীতিতে কোনও পরিবর্তন আসতে চলেছে? এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “আমার মন্ত্রকে কোনও বাঁক বদল হয়নি। সবার সঙ্গে কথা বলে বাজেট সংশোধন করা হয়। জনগণের কাছ থেকে পরামর্শ এলে আমরা সেগুলো সংশোধন করি। আমরা আগে মূলধন লাভ নিয়ে আলোচনা করেছি। কিন্তু যখন জনগণের কাছ থেকে পরামর্শ আসে, তখন আমরা সেগুলোকে সংশোধন করে দিয়েছি।”
advertisement
আরও পড়ুন- টাক মাথাতেও উপচে পড়বে কালো চুল! তেলের বদলে মাখুন বিরিয়ানির এই জিনিস…
দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে ব্যয় বেড়েছে। ভারতের অর্থনীতি মন্থর হচ্ছে কী? এই প্রশ্নের জবাবে নির্মলা সীতারামণ বলেন, “জিডিপি বৃদ্ধি প্রতি ত্রৈমাসিকে ওঠা-নামা করে। নির্বাচনের সময় কিছুটা মন্থরতা ছিল। দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে ব্যয় বেড়েছে এবং আরও বাড়বে।”
নির্মলা আরও বলেন, “আমাদের বাজারকে শক্তিশালী হতে উৎসাহিত করতে হবে। কিন্তু প্রতারণা চক্রের হাত থেকে সাবধান হতে হবে সাধারণ মানুষকে। লাইফ সেভিংস বা সঞ্চয়ের আশায় যেন অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত তাঁরা না নেন, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।”
অর্থমন্ত্রী জানান, নির্বাচনের কারণে, প্রথম ত্রৈমাসিকে Capital expenditures (CapEx) খুব বেশি ঘটতে পারেনি। ফলস্বরূপ ক্যাপেক্সের প্রভাব Q1-এ থমকে গিয়েছিল। আগামী ত্রৈমাসিকে ব্যয় বাড়বে এবং সেটি মোট দেশজ উৎপাদন বা GDP বৃদ্ধিকে তরান্বিত করবে।