TRENDING:

'সঞ্চয় করতে গিয়ে বেশি ঝুঁকি নিয়ে ফেলবেন না...' সতর্ক করলেন অর্থমন্ত্রী সীতারমণ

Last Updated:

FM Nirmala Sitharaman Interview: জোট সরকারের উপর কোনও চাপ আছে কি? বড় কোনও পরিবর্তন আসতে চলেছে? এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী কী বললেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি:  ১৬ সেপ্টেম্বর, সোমবার থেকে শুরু হল নিউজ 18 ইন্ডিয়ার কনক্লেভ ‘চৌপাল’-এর নবম মরশুম। একের পর এক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন রাজনীতি, খেলাধুলা ও বিনোদন জগতের বড় বড় ব্যক্তিত্বরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও অনুষ্ঠানে যোগ দেন। Network18-এর এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া এক সাক্ষাৎকারে, অর্থমন্ত্রী জানালেন তাঁর মন্ত্রিত্বে কোনও ইউ-টার্ন হয়নি।
'সঞ্চয় করতে গিয়ে বেশি ঝুঁকি নিয়ে ফেলবেন না...' সতর্ক করলেন অর্থমন্ত্রী সীতারমণ
'সঞ্চয় করতে গিয়ে বেশি ঝুঁকি নিয়ে ফেলবেন না...' সতর্ক করলেন অর্থমন্ত্রী সীতারমণ
advertisement

জোট সরকারের উপর কোনও চাপ আছে কি? ভারতীয় অর্থনীতিতে  কোনও পরিবর্তন আসতে চলেছে? এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “আমার মন্ত্রকে কোনও বাঁক বদল হয়নি। সবার সঙ্গে কথা বলে বাজেট সংশোধন করা হয়। জনগণের কাছ থেকে পরামর্শ এলে আমরা সেগুলো সংশোধন করি। আমরা আগে মূলধন লাভ নিয়ে আলোচনা করেছি। কিন্তু যখন জনগণের কাছ থেকে পরামর্শ আসে, তখন আমরা সেগুলোকে সংশোধন করে দিয়েছি।”

advertisement

আরও পড়ুন- টাক মাথাতেও উপচে পড়বে কালো চুল! তেলের বদলে মাখুন বিরিয়ানির এই জিনিস…

দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে ব্যয় বেড়েছে। ভারতের অর্থনীতি মন্থর হচ্ছে কী? এই প্রশ্নের জবাবে নির্মলা সীতারামণ বলেন, “জিডিপি বৃদ্ধি প্রতি ত্রৈমাসিকে ওঠা-নামা করে। নির্বাচনের সময় কিছুটা মন্থরতা ছিল। দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে ব্যয় বেড়েছে এবং আরও বাড়বে।”

advertisement

নির্মলা আরও বলেন, “আমাদের বাজারকে শক্তিশালী হতে উৎসাহিত করতে হবে। কিন্তু প্রতারণা চক্রের হাত থেকে সাবধান হতে হবে সাধারণ মানুষকে। লাইফ সেভিংস বা সঞ্চয়ের আশায় যেন অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত তাঁরা না নেন, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।”

আরও পড়ুন- ‘মোদি ৩.০’-র প্রথম ১০০ দিন; কী কী বড় পদক্ষেপ করল সরকার? আগামী দিনে কী কী বদলাবে দেশে? জেনে নিন

advertisement

অর্থমন্ত্রী জানান, নির্বাচনের কারণে, প্রথম ত্রৈমাসিকে Capital expenditures (CapEx) খুব বেশি ঘটতে পারেনি। ফলস্বরূপ ক্যাপেক্সের প্রভাব Q1-এ থমকে গিয়েছিল। আগামী ত্রৈমাসিকে ব্যয় বাড়বে এবং সেটি মোট দেশজ উৎপাদন বা GDP বৃদ্ধিকে তরান্বিত করবে।

বাংলা খবর/ খবর/দেশ/
'সঞ্চয় করতে গিয়ে বেশি ঝুঁকি নিয়ে ফেলবেন না...' সতর্ক করলেন অর্থমন্ত্রী সীতারমণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল