TRENDING:

এলোপাথাড়ি গুলি! একে একে চাষের জমিতে লুটিয়ে পড়লেন ৫ মহিলা, চম্পারণে যা ঘটল আজ

Last Updated:

গ্রামবাসীর দাবি, যে জমি নিয়ে গন্ডগোল, তা ১৯৮৫ সালের আইন অনুযায়ী ভূমিহীন শ্রমিকদের দান করা হয়েছিল। কিন্তু তা মেনে নিতে পারেনি জমির প্রাক্তন মালিক। এ নিয়ে কোর্ট কাছারিও কম হয়নি। শেষে ২০০৪ সালে ওই জমি ফ্রিজ করে দেয় আদালত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: জমি নিয়ে বিবাদ চলছে সেই ১৯৮৫ সাল থেকে। সোমবার সকালে তা চরম পর্যায়ে পৌঁছল। বন্দুক হাতে চাষের জমিতে চড়াও হলেন জমির প্রাক্তন মালিক। মহিলারা বাধা দিতে গেলেই পর পর গুলি। একে একে রক্তাক্ত অবস্থায় জমির মধ্যেই লুটিয়ে পড়লেন ৫ মহিলা। বিহারের পশঅচিম চম্পারণ জেলার নাকটি পাতওয়াড়া গ্রামের ঘটনা।
advertisement

গ্রামবাসীর দাবি, যে জমি নিয়ে গন্ডগোল, তা ১৯৮৫ সালের আইন অনুযায়ী ভূমিহীন শ্রমিকদের দান করা হয়েছিল। কিন্তু তা মেনে নিতে পারেনি জমির প্রাক্তন মালিক। এ নিয়ে কোর্ট কাছারিও কম হয়নি। শেষে ২০০৪ সালে ওই জমি ফ্রিজ করে দেয় আদালত।

সোমবার সকালে জমির পূর্বতন মালিক শিশির দুবে হঠাৎ ট্র্যাক্টর নিয়ে জোর করে জমি চাষ করতে শুরু করে। মহিলারা বাধা দিতে গেলে হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে শিশির। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ৫ মহিলা।

advertisement

আরও পড়ুন,দক্ষিণ আফ্রিকায় গ্য়াস ট্য়াঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত বহু! দগ্ধ হয়ে রাস্তায় ছুটছেন মানুষ

আরও পড়ুন, বড়দিনের আনন্দে বড় কোপ! সঙ্গী খারাপ আবহাওয়া? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস

ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ গ্রামে পৌঁছয়। চিরুণি তল্লাশি শুরু করে অভিযুক্ত শিশিরের খোঁজে। শেষমেশ তাঁকে গ্রেফতার করা হয়।

advertisement

বেটিয়ার পুলিশ সুপার উপেন্দ্রনাথ বর্মা জানিয়েছেন, পুলিশ গোটা বিষয়টার তদন্ত করছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুলি করার সময় ব্যবহৃত বন্দুকের ফরেন্সিক পরীক্ষা করানো হবে বলেও জানিয়েছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বেটিয়ার সরকারি হাসপাতালে ওই ৫ মহিলার চকিৎসা তলছে। তাঁদের অবস্থা গুরুতর।

বাংলা খবর/ খবর/দেশ/
এলোপাথাড়ি গুলি! একে একে চাষের জমিতে লুটিয়ে পড়লেন ৫ মহিলা, চম্পারণে যা ঘটল আজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল