ঔরঙ্গাবাদ থেকেও পরিযায়ী শ্রমিকরা নিজেদের মধ্যপ্রদেশের বাড়িতেই ফিরছিলেন ৷ মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায় এবারের পথ দুর্ঘটনাতেও আর বাড়ি ফেরে হল না এই পরিযায়ি শ্রমিকদের ৷ ৪৪ নম্বর জাতীয় সড়কের ওপর মারাত্মক পথ দুর্ঘটনার শিকার হয় শ্রমিক ভর্তি ওই ট্রাক ৷
advertisement
এই ট্রাকে করে ২০ জন মজুর নিজের বাড়ি ফেরার ব্যবস্থা করেছিলেন ৷ ৫ জন মারা যাওয়া ছাড়াও ১৩ জন আহত হয়েছেন ৷যাঁদের সকলেরই স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে ৷
এদের মধ্যে আবার এক শ্রমিকের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতিও পাওয়া গিয়েছে ৷ ফলে বাকি সকলেরও করোনা পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ যে ট্রাকে করে তার আসছিলেন তা ভর্তি আম ছিল ৷ করোনা সংক্রমিত হওয়া রোগী থাকায় সেই আম সব নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷ পরিযায়ী শ্রমিকরা সকলেই হায়দরাবাদ থেকে উত্তরপ্রদেশের ঝাঁসিতে যাচ্ছিলেন ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2020 8:18 AM IST