সূত্র থেকে জানা গিয়েছে রামমন্দিরের গর্ভগৃহে ভগবান রামের আদি বিগ্রহ (রাম লালা বিরাজমান) এবং তাঁর ভাইয়ের মূর্তি স্থাপিত হবে নতুন মূর্তির সামনে৷ আদি বিগ্রহ পূজিত হয়ে আসছে ১৯৪৯ সাল থেকে৷ বর্তমানে নতুন মন্দির চত্বরে একটি অস্থায়ী মন্দিরে রাখা আছে আদি বিগ্রহটি৷ পুরো মন্দির চত্বর আগামী ২০ এবং ২১ জানুয়ারি বন্ধ থাকবে সাধারণ মানুষের জন্য৷ ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে নতুন বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা৷
advertisement
আরও পড়ুন : ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে কবে কী কী আচার পালন করা হবে অযোধ্যার রামমন্দিরে, জানুন
রামলালার আগি বিগ্রহ দৈর্ঘ্যে ৬ ইঞ্চি৷ তাঁর সঙ্গে রয়েছেন শ্রীরামচন্দ্রের ভাই ভরত, লক্ষ্ণণ, শত্রুঘ্ন এবং ভক্ত হনুমানের মূর্তিও৷ ২২ জানুয়ারি থেকে পুরনো এবং নতুন দুই বিগ্রহই একসঙ্গে দেখতে পাবেন পুণ্যার্থীরা৷ মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজ, যিনি রাম লালার নতুন বিগ্রহ তৈরি করেছেন, তিনি কেদারনাথে স্থাপিত আদি শঙ্করাচার্যের মূর্তিও তৈরি করেছেন৷ তাঁর হাতেই নির্মিত হয়েছে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও৷
