পুতলাবাই চাওলে অবস্থিত এই মণ্ডপ মুম্বইয়ের সবচেয়ে জনপ্রিয় গণেশ পুজোর মধ্যে একটি। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ—সাধারণ জনতা থেকে শুরু করে সেলিব্রিটিরাও—ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ‘লালবাগচা রাজার’ দর্শন লাভ করে থাকেন। ‘লালবাগের রাজা’ শুধু একটি মূর্তি নয়, এটি মানুষের বিশ্বাস, আশা ও ঐক্যের প্রতীক।
গণেশ উৎসব মহারাষ্ট্রে এক বিশাল উৎসব হিসেবে পালিত হয় এবং এটি দশ দিন ধরে চলে। এই সময় জুড়ে চলে আরাধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম। উৎসবের শেষ দিনে, ঢাক-ঢোল বাজিয়ে ও “গণপতি বাপ্পা মোরিয়া” ধ্বনির সঙ্গে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটে।
advertisement
প্রসঙ্গত, লালবাগচা রাজার ইতিহাস ১৯০০ সালের শুরুতে পারেলের কাপড়ের কলগুলির সময় থেকে শুরু। মিল বন্ধ হয়ে যাওয়ার ফলে স্থানীয় মানুষের জীবনে সংকট দেখা দেয়। সেই সময় তাঁরা ভগবান গণেশের কাছে প্রার্থনা করেন, যার ফলস্বরূপ একটি জমি লাভ করেন, যা আজকের লালবাগ মার্কেট।
এই ঐশ্বরিক ঘটনাকে স্মরণ করে ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয় লালবাগচা রাজা সর্বজনীন গণেশোৎসব মণ্ডল। সময়ের সঙ্গে সঙ্গে এর জাঁকজমক বহুগুণে বেড়েছে এবং এখন এটি ভারতের অন্যতম শ্রেষ্ঠ গণেশ উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে।