TRENDING:

Guillain Barre Syndrome death: মহারাষ্ট্রে প্রথম মৃত্যু, আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল! ক্রমেই ভয়াল রূপ নিচ্ছে জিবিএস?

Last Updated:

মৃতের সর্দি, কাশির মতো উপসর্গের পাশাপাশি এবং নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল৷ গত ১৮ জানুয়ারি তাঁকে সোলাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুণে: ক্রমেই ভয়াল রূপ নিচ্ছে পুণের গুলেইন বারি সিন্ড্রোম পবা৷ এবার এই বিরল রোগে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রের এক বাসিন্দার মৃত্যুর খবরও সামনে এল৷ ফলে যত দিন যাচ্ছে, জিবিএস নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি মহারাষ্ট্রের সোলাপুর জেলার বাসিন্দা৷ কিছু ব্যক্তিগত কাজে গ্রামের বাড়িতে ফিরেছিলেন তিনি৷ এরই মধ্যে পুণেতে জিবিএস আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে৷

আরও পড়ুন: দেখতে ভাল, দামও বেশি! শরীরের পক্ষে কতটা উপকারী হলুদ-বেগুনি ফুলকপি?

‘দ্য হিন্দু’-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃতের সর্দি, কাশির মতো উপসর্গের পাশাপাশি এবং নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল৷ গত ১৮ জানুয়ারি তাঁকে সোলাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ প্রথমে আইসিইউ-তে রাখা হলেও অবস্থার উন্নতি হওয়ায় ওই ব্যক্তিকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়৷ কিন্তু ফের তাঁর অবস্থার অবনতি শুরু হয়, দেখা দেয় শ্বাসকষ্ট৷ এর পরেই ফের ওই ব্যক্তিকে হাসপাতালের আইসিইউ-তে রেখে চিকিৎসা শুরু হয়৷ কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়৷ সবথেকে উদ্বেগের বিষয়, মৃত্যুর আগে ওই ব্যক্তির হাত, পা অসার হয়ে গিয়ে কার্যত পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো অবস্থা হয়েছিল৷ যে সমস্যা জিবিএস আক্রান্তদের হয়৷

advertisement

সোলাপুরের সরকারি মেডিক্যাল কলেজের ডিন সঞ্জীব ঠাকুর জানিয়েছেন, মৃতের দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে গুলেন বারি সিন্ড্রোম বা জিবিএস-কেই দায়ী করা হয়েছে৷ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করতে ওই ব্যক্তির ক্লিনিক্যাল পোস্ট মর্টেম করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দলে রাখা হয়েছে দু জন বায়োলজিস্ট এবং প্যাথোলজিস্টকে৷ মৃতের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এবং রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ মাইক্রোবায়োলজিক্যাল এবং হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট হাতে এলেই মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যাবে৷ তার জন্য আরও পাঁচ থেকে ছ দিন সময় লাগবে৷

advertisement

এরই মধ্যে পুণেতে জিবিএস আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে৷ আক্রান্তদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৩ জন মহিলা৷ আক্রান্তদের মধ্যে ১৬ জনকে ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছে৷ পুণের যে এলাকা থেকে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে, সিংহদ রোডস এলাকায় সরকারি নজরদারি এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়াও চলছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

গুলেইন বেরি সিন্ড্রোম বা জিবিএস এমন একটি রোগ, যাতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাই শরীরের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে বসে৷ যার ফলে হাত পা অবশ হয়ে যাওয়া এবং পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা থাকে৷ যে কোনও বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারেন৷ তবে প্রাপ্তবয়স্ক এবং পুরুষদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে৷ এই রোগটি অত্যন্ত বিরল এবং প্রতি এক লক্ষ জনসংখ্যার মধ্য ১ থেকে ২ জনই এই রোগে আক্রান্ত হন৷ এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হওয়ার নির্দিষ্ট কারণ জানা না গেলেও ভাইরাল অথবা ব্যাক্টেরিয়া ঘটিত সংক্রমণ থেকেই এই রোগ হয় বলে মত চিকিৎসক এবং বিশেষজ্ঞদের৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Guillain Barre Syndrome death: মহারাষ্ট্রে প্রথম মৃত্যু, আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল! ক্রমেই ভয়াল রূপ নিচ্ছে জিবিএস?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল