ছোট ব্যবসায়ীদের জন্য পেনশন চালু করা হবে। প্রকল্পের আওতায় আনা হবে ৫ কোটি ছোট ব্যবসায়ীকে। ১৮-৪০ বছর বয়সীরা প্রকল্পের আওতাভুক্ত হবে। এছাড়াও থাকছে গবাদি পশুর টিকাকরণ প্রকল্প। বিনামূল্যে গবাদি পশুর টিকাকরণ করা হবে। প্রকল্পে খরচ হবে ১৩ হাজার কোটি টাকা। পুরো খরচই বহন করবে কেন্দ্র। প্রকল্পভুক্ত ৩০ কোটি গরু, মোষ, ষাঁড়। প্রকল্পভুক্ত ২০ কোটি ছাগল, ভেড়া । প্রকল্পভুক্ত ১ কোটির বেশি শুয়োর। দুধের উৎপাদন বাড়াতেও নতুন উদ্যোগ কেন্দ্রের। গবাদি পশুর রোগ নিয়ন্ত্রণও লক্ষ্য কেন্দ্রের। আজ প্রথম বৈঠকেই এই প্রকল্পগুলো নিয়ে সিদ্ধান্ত নেন মোদি সরকার। তারপর নরেন্দ্র মোদি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ছবি আপলোড করে তিনি লেখেন, "মানুষ প্রথম, মানুষই সব সময় থাকবেন সাবার আগে। আজকে মন্ত্রী সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে আমি গর্বিত। আজকের সিদ্ধান্তের পর কৃষক ও পরিশ্রমী ব্যবসায়িরা উপকৃত হবেন। এই প্রকল্পগুলি কার্যকরী হলে ভারতের মানুষের উন্নতির পথে এগিয়ে যাবেন।" দেখে নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট---
advertisement