একজন অফিসার জানিয়েছেন যে, কনস্টেবলের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর এক ASI সহকর্মীর। আরও তিনজন যাত্রীও এই ঘটনায় গুলিবিদ্ধ হন এবং পরে তাঁরাও মারা যান। ইতিমধ্যে, আরপিএফ জওয়ানকে হেফাজতে নেওয়া হয়েছে বলে খবর।
পশ্চিম রেলওয়ে এক বিবৃতিতে অনুসারে ‘পালঘর স্টেশন অতিক্রম করার পরে চলন্ত জয়পুর এক্সপ্রেস ট্রেনের ভিতরে একজন RPF কনস্টেবল হঠাৎ গুলি চালাতে শুরু করে। তিনি একজন আরপিএফ এএসআই এবং অন্য তিন যাত্রীকে গুলি করে দহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে লাফ দেন। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ট্রেন নম্বর 12956 জয়পুর-মুম্বাই সুপারফাস্ট এক্সপ্রেসের এসকর্টিং স্টাফ কনস্টেবল চেতন কুমার ঘটনাটি ঘটায়। তাঁর সহকর্মী এসকর্ট ইনচার্জ এএসআই টিকা রামকে গুলি করে। কনস্টেবল তাঁর সহকর্মীকে গুলি করে, প্রথমে যাত্রীদের বন্দুকের মুখে আটকে রেখেছিল।’
advertisement
রেলওয়ে সুরক্ষা বাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে, জয়পুর এক্সপ্রেস ট্রেনের (12956) ভিতরে গুলি চালানোর এই ঘটনার জেরে ASI সহ চারজন নিহত হয়েছেন।
