কিন্তু পরে আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে, আগুন নেভাতে হিমশিম খান দমকলকর্মীরা ৷ আগুন নেভানোর চেষ্টায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২২টি ইঞ্জিন ৷
আরও পড়ুন: তিন বছর বয়সেই বিয়ে স্থির ! ২০ বছর পর জানতে পেরে আত্মঘাতীর চেষ্টা তরুণীর
মঙ্গলবার সকাল ১১.৫০ নাগাদ আগুন লাগে ৷ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলে আগুন নেভানোর কাজ ৷ প্রাথমিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েই এই আগুন লাগে ৷ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ৷ একের পর সিলিণ্ডার ফাটতে শুরু করে ৷ আতঙ্ক এলাকা ছেড়ে পালিয়ে আসেন সকলে ৷ কার্যত যুতুগৃহে পরিণত হয়েছে গোটা এলাকা ৷ এলাকাটি এতটাই ঘিঞ্জি যে, সেই সরু গলি দিয়ে ঢুকে আগুন নেভাতে বেকায়দায় পড়েন দমকলকর্মী ৷ দমকল কর্মীদের কথায়, আগুনের তীব্রতার নিরিখে এটি ৩য় স্তরের ৷
advertisement
আরও পড়ুন: পাক সেনার সদর দফতরে হামলা ভারতের
তবে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি ৷ যদিও এখনও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা ৷