TRENDING:

টাকার পতন রুখতে একগুচ্ছ সিদ্ধান্ত নিল কেন্দ্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ধারাবাহিকভাবে টাকার পতন রুখতে একগুচ্ছে নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্র । শুক্রবার একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বৈঠকের সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরবিআই গভর্নর উর্জিৎ প্যাটেল, অর্থমন্ত্রী অরুণ জেটলি ও অর্থমন্ত্রকের বেশ কয়েকজন আধিকারিক ।
advertisement

ট্রাম্পের বাণিজ্য নীতি, আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে চাপানউতোর ও অপরিশোধিত তেলের দাম-সবকিছুই ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলছে কিন্তু তাৎক্ষণিক ভাবে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই অবস্থার মোকাবিলা করার জন্য, জানিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ।

মূলত যে বিষয়গুলি আলোচনা হয়েছে সেগুলি হল:

বৈদেশিক বাণিজ্যক ঋণের ক্ষেত্রে পরিকাঠামো ঋণের জন্য বাধ্যতামূলক হেজিং ব্যবস্থার পর্যালোচনা করা হবে ।

advertisement

৩১ মার্চ ২০১৯ পর্যন্ত চলতি অর্থবছরের জন্য কর থেকে মশলার বন্ডকে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

নিত্য-প্রয়োজনীয় সামগ্রী নয় যেগুলি, সেগুলির আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করে রফতানি বৃদ্ধি করা হবে।

এছাড়াও তিন বছরের পূর্ববর্তী সীমা পরিবর্তে এক বছরের ন্যূনতম মেয়াদপূর্তির সাথে বহিরাগত বাণিজ্যিক ঋণের সুবিধা গ্রহণের জন্য উৎপাদন সংস্থাগুলিকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

বাণিজ্যিক ঘাটতি ও টাকার পতনের কারণে চাপ পড়ছে CAD অথবা ক্যানাডিয়ান ডলারের উপরও ও এই পদক্ষেপগুলি বহিরাগত খাতেও ইতিবাচক পদক্ষেপ ফেলবে, জানান অর্থমন্ত্রী ।

বাংলা খবর/ খবর/দেশ/
টাকার পতন রুখতে একগুচ্ছ সিদ্ধান্ত নিল কেন্দ্র