TRENDING:

ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে চলবে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে সাত দফায় ভোট গ্রহণ

Last Updated:

পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ আগামী ৪ ফেব্রুয়ারি শুরু বিধানসভা নির্বাচন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ আগামী ৪ ফেব্রুয়ারি শুরু বিধানসভা নির্বাচন ৷ ৫ রাজ্যে ৬৯০ ভোটকেন্দ্রে নির্বাচন চলবে নির্বাচন ৷ মোট ১ লক্ষ ৮৫ হাজার ভোটকেন্দ্র তৈরি করবে নির্বাচন কমিশন ৷
advertisement

৪ ফেব্রুয়ারি গোয়া ও পঞ্জাবে বিধানসভা নির্বাচন ৷ একইদিনে এক দফাতেই সম্পন্ন হবে ওই দু’রাজ্যের ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ উত্তরাখণ্ডে এক দফায় আগামী ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হবে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া ৷ মণিপুরে দু’দফায় ও উত্তরপ্রদেশে সাত দফায় সম্পন্ন হবে ভোট গ্রহণ প্রক্রিয়া ৷ একসঙ্গে ১১ মার্চ পাঁচ রাজ্যের গণনার ফল ঘোষিত হবে ৷ নির্বাচন কমিশনার নাসিম জাইদি এই ঘোষণা করেন ৷

advertisement

পঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, গোয়া ও মণিপুর ৷ এই পাঁচ রাজ্যে বুধবার অর্থাৎ ৪ জানুয়ারি থেকেই লাগু হল নির্বাচনী বিধি ৷ ৫ রাজ্যে ১৬ কোটির বেশি ভোটার অংশ নেবেন নির্বাচন প্রক্রিয়ায় ৷ প্রতি পরিবারকে নির্বাচন কমিশনের তরফ থেকে রঙীন ভোটার গাইড সরবরাহ করা হবে ৷

নির্বাচন কমিশনার নাসিম জাইদি জানিয়েছেন,

পঞ্জাবে ভোটার তালিকা প্রকাশ ৫ জানুয়ারি

advertisement

মণিপুরে ভোটার তালিকা প্রকাশ ১০ জানুয়ারি

উত্তরখণ্ডে ভোটার তালিকা প্রকাশ ১০ জানুয়ারি

গোয়ায় ভোটার তালিকা প্রকাশ ৫ জানুয়ারি

উত্তর প্রদেশে ভোটার তালিকা প্রকাশ ১২ জানুয়ারি

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিনক্ষণ-

গোয়া বিধানসভা নির্বাচন ৪ ফেব্রুয়ারি

গোয়ায় মনোয়ন জমার শেষ দিন ১৮ জানুয়ারি

পঞ্জাব বিধানসভা নির্বাচন ৪ ফেব্রুয়ারি

advertisement

পঞ্জাবে মনোয়ন জমার শেষ দিন ১৮ জানুয়ারি

উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন ১৫ ফেব্রুয়ারি

মনোয়ন জমার শেষ দিন ২৭ জানুয়ারি

মণিপুর বিধানসভা নির্বাচন ২ দফায়

মণিপুরে প্রথম দফার নির্বাচন ৪ মার্চ

মণিপুরে দ্বিতীয় দফার নির্বাচন ৮ মার্চ

প্রথম দফার মনোয়ন জমার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি

advertisement

দ্বিতীয় দফার মনোয়ন জমার শেষ দিন ১৮ ফেব্রুয়ারি

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ৭ দফায়

প্রথম দফার নির্বাচন হবে ১১ ফেব্রুয়ারি

১৫ জেলায় ৭৩ ভোটকেন্দ্রে প্রথম দফার ভোট

দ্বিতীয় দফার ভোট হবে ১৫ ফেব্রুয়ারি

১১ জেলায় ৬৭টি কেন্দ্রের ভোট

তৃতীয় দফার ভোট ১৯ ফেব্রুয়ারি

তৃতীয় দফার ভোটে ১২ জেলায় ৬৯ কেন্দ্রের ভোট

চতুর্থ দফার ভোট হবে ২৩ ফেব্রুয়ারি

চতুর্থ দফার ভোটে ১২ জেলায় ৫৩ কেন্দ্র

পঞ্চম দফার ভোট হবে ২৭ ফেব্রুয়ারি

পঞ্চম দফায় ১১ জেলায় ৫২ কেন্দ্রের ভোট

ষষ্ঠ দফার ভোট হবে ৪ মার্চ

ষষ্ঠ দফায় ৭ জেলায় ৪৯ কেন্দ্রের ভোট

সপ্তম দফার ভোট হবে ৮ মার্চ

৭ জেলায় ৪০ কেন্দ্রের ভোট সপ্তম দফায়

নির্বাচনে প্রার্থী প্রতি ২৮ লক্ষ খরচের সীমা নির্ধারণ করেছে কমিশন ৷ উঃপ্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবের জন্য ২৮ লক্ষ খরচের সীম হলেও মনিপুর ও গোয়ায় প্রার্থীর খরচসীমা মাথাপিছু ২০ লক্ষ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার নাসিম জাইদি ৷ একইসঙ্গে নির্বাচনে প্রার্থীদের খরচখরচার উপর কড়া নজর রাখতে চলেছে কমিশন ৷ নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, নগদে ২০ হাজার টাকার বেশি খরচা করা যাবে না ৷ এর উপরে খরচ করতে হলে চেকের মাধ্যমে টাকা দিতে হবে প্রার্থীকে ৷

উত্তরপ্রদেশ নির্বাচন-

জনসংখ্যা (২০১১)- ১৯.৯৮ কোটি

বিধানসভাব আসন সংখ্যা : ৪০৩

সরকারে রয়েছে- সমাজবাদী পার্টি

মুখ্যমন্ত্রী- অখিলেশ যাদব

অন্য রাজনৈতিক দল- ভারতীয় জনতা পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেস

তপশিলী জাতি জনসংখ্যা- ২১ শতাংশ

তপশিলী জাতি (বিধানসভা আসন সংখ্যা)-৮৫

লোকসভা আসন-৮০

২০১২ লোকসভা নির্বাচনের ফলাফল- মোট আসন ৪০৩

সমাজবাদী পার্টি ২২৪ (২৯.১৩ %)

বহুজন সমাজ পার্টি ৮০ (২৫.৯১%)

ভারতীয় জনতা পার্টি ৪৭ (১৫%)

কংগ্রেস ২৮ (১১.৬৫%)

রাষ্ট্রীয় লোকদল ৯ (২.৩৩%)

নির্দল ৬ (৪.১৩%)

উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন

বিধানসভা আসন সংখ্যা ৭০ (১৩ এসসি, ২ এসটি)

জনসংখ্যা ১.০১ কোটি

রাজনৈতিক দল- বিজেপি, কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, প্রোগ্রেসিভ ডেমোক্রেটিভ ফ্রন্ট

গোয়া নির্বাচন

বিধানসভা আসন সংখ্যা - ৪০

জনসংখ্যা - ১৫ লক্ষ

রাজনৈতিক দল- বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি

মুখ্যমন্ত্রী- লক্ষীকান্ত পারসেকর

পঞ্জাব বিধানসভা নির্বাচন

২০১১ জনসংখ্যা ২.৭৭ কোটি

বিধানসভা আসন সংখ্যা - ১১৭

সরকারে রয়েছে শিরোমণি অকালী দল ও বিজেপি

মুখ্যমন্ত্রী - প্রকাশ সিং বাদল

অন্য রাজনৈতিক দল- কংগ্রেস, আম আদমি পার্টি

মণিপুর

২০১১ জনসংখ্যা ০.২৬ কোটি

বিধানসভা আসন ৬০

ক্ষমতায় রয়েছে কংগ্রেস

মুখ্যমন্ত্রী ওকরাম সিং

অন্য রাজনৈতিক দল- বিজেপি, নাগা পিপুল ফ্রন্ট

বাংলা খবর/ খবর/দেশ/
ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে চলবে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে সাত দফায় ভোট গ্রহণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল