TRENDING:

টোটোচালক বাবা ৫০০ টাকা দিতে পারেননি, মেয়ে যা করল শুনলে গায়ে কাঁটা দেবে

Last Updated:

Farakka news: বাবা ৫০০ টাকা দিতে পারেনি। মেয়ে তার পর যা করল শুনলে হা হয়ে যাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফারাক্কা: প্র্যাকটিক্যালের জন্য টাকা চেয়েছিল বাড়িতে। টোটো চালক বাবা সেই টাকা দিতে পারবেনা বলে জানিয়ে দেন। আর তার পরেই জীবন রাখবে না বলে আত্মহত্যার জন্য বাড়ি থেকে বেড়িয়ে যায় দ্বাদশ শ্রেনীর ছাত্রী মেহবুবা খাতুন।
advertisement

যদিও শেষ পর্যন্ত এক ব্যক্তির তৎপরতায় জীবন শেষ করে দেওয়ার পথ থেকে সরে আসে সে। উদ্ধার করে ওই ছাত্রীকে ফরাক্কা থানার পুলিশের হাতে তুলে দেন তিনি। এর পর ফরাক্কা থানার পুলিশ বাবার সঙ্গে যোগযোগ করে মেয়েকে তার হাতে তুলে দেয়।

আরও পড়ুন- পুকুর খুঁড়তে গিয়ে এ কী বেরোল মাটির তলা থেকে! গ্রামে-গ্রামে তোলপাড়, তবু অবহেলা

advertisement

থানার পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় মেহেবুবার হাতে।

ফরাক্কার দুর্গাপুরের ব্রাহ্মনগ্রাম স্বর্নময়ী হাইস্কুলে দ্বাদশ শ্রেনীর ছাত্রী মেহেবুবা খাতুন পড়াশোনায় বরাবরই ভালো। বাবা পেশায় টোটো চালক।

পাঁচজনের সংসার কোনোরকমে চলে। শনিবার সকালে বাবার কাছে প্র্যাকটিক্যালের সরঞ্জাম কেনার জন্য ৫০০টাকা চায়। বাবা অত টাকা দিতে পারবেন না বলে পরিষ্কার জানিয়ে দেন।

advertisement

এর পর দুর্গাপুর থেকে পায়ে হেঁটে সে চলে আসে ফরাক্কা এন টি পি সি মোড়ে। সেখান থেকে বল্লালপুরের কাছে নামে। মেয়েটিকে একা ঘোরাঘোরা করতে দেখে সন্দেহ হয় সাহাবুল সেখের।

তারপরেই তাকে জিজ্ঞাসা করে জানতে পারে, সে জীবন শেষ করে দেওয়ার জন্য বাড়ি থেকে এসেছে। ফরাক্কা থানার পুলিশ ওই ছাত্রীকে বুঝিয়ে নিয়ে থানায় নিয়ে আসে।

advertisement

আরও পড়ুন- ভয়ঙ্কর অবস্থা সিকিমে! অবশেষে খোঁজ মিলল ঝাড়গ্রামের বাসিন্দাদের

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এর পর বাবাকে ডেকে তাঁর হাতে তুলে দেওয়া হয়। পড়াশোনার জন্য কিছুটা আর্থিক সাহায্য করেন ফরাক্কা থানা কর্তৃপক্ষ। উদ্ধারকারী সাহাবুল সেখ বলেন, ওই ছাত্রীকে দেখে সন্দেহ হওয়ায় আমি একটার পর একটা প্রশ্ন করে জানতে পারি বাড়ি থেকে প্র্যাকটিক্যালের টাকা না পেয়ে আত্মহত্যার জন্য বাড়ি থেকে বেড়িয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
টোটোচালক বাবা ৫০০ টাকা দিতে পারেননি, মেয়ে যা করল শুনলে গায়ে কাঁটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল