দিল্লির উত্তরাঞ্চলের স্বরূপ নগর এলাকায় ৭ বছরের এক শিশুকন্যার গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন টহলরত পুলিশের একটি দল ওই বাড়ির সামনে ভিড় লক্ষ্য করে।
আরও পড়ুন: মর্মান্তিক, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাড়িতে ভয়াবহ আগুন! ঝলসে ‘শেষ’ দুই শিশু
একজন হেড কনস্টেবল বাড়ির ভিতরে ঢুকে দেখেন, শিশুটি রক্তের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় থানাকে খবর দেন এবং ঊর্ধ্বতন আধিকারিকদের জানান। অতিরিক্ত পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
advertisement
পুলিশ জানিয়েছে, ওই বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলে দেখা যায়, ঘটনার সময় শিশুটির বাবা প্রেম সিং (৩২) এবং তার এক পরিচিত ব্যক্তি রঞ্জিত ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। পুলিশ এখন তাদের ধরার চেষ্টা করছে।
জানা গেছে, প্রেম সিং বিহারের পাটনার বাসিন্দা এবং পেশায় একদিনের মজুর। তার স্ত্রী মুসকান (৩২) দিল্লির লিবাসপুরে একটি কারখানায় কাজ করেন। তাদের আরও একটি কন্যাসন্তান রয়েছে, যার বয়স ৯ বছর।
অপরাধ তদন্ত দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জাহাঙ্গীরপুরীর বিজেআরএম হাসপাতালে পাঠানো হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।