TRENDING:

লুডো খেলায় ‘বাবা ঠকিয়েছে’ আদালতে চলে গেল ২৪ বছরের তরুণী!

Last Updated:

কাণ্ডের জেরে জোর শোরগোল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: কখনও কখনও একটা ছোট খেলায় হারা -জেতা কত বড় হতে পারে -বাড়িতে গণ্ডগোল হতে পারে, কান্নাকাটি হতে পারে- আপনার যদি এটা মনে হয় তাহলে আপনি কিছুই জানেন না৷ করোনা ভাইরাসে -র সময় বাড়িতে বন্দি ছিলেন সকলেই৷ ভোপালের একটি পরিবারও এভাবেই লুডো খেলে নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিল৷ কিন্তু সেই নিয়ে আদালতে গড়ালো মামলা৷
advertisement

পরিবারে বসবাসকারী ২৪ বছরের মেয়ে তাঁর বাবা-র বিরুদ্ধে মামলা দায়ের করে দিল৷ পরিবার আদালতে নিজের কেস সে নিয়ে গেছে৷ তাঁর অভিযোগ তাঁর বাবা লুডো খেলায় চিটিং করেছেন৷ এই পুরো ঘটনার উদাহরণ সংবাদ মাধ্যমকে জানিয়েছে কোর্ট কাউন্সিলর সরিতা৷ তাঁর বক্তব্য অনুযায়ি মেয়েটি নিজের বাবাকে ভরসা করেছিল, কিন্তু তিনিই যে তাঁকে ধোঁকা দেবেন সে ভাবতেও পারেনি৷ সরিতা দেবী জানিয়েছেন মেয়েটির সঙ্গে ৪ কাউন্সিলিং সিটিং হবে৷

advertisement

এদিকে এরমধ্যে মধ্যপ্রদেশের এক মহিলার ভিডিও ভাইরাল হয়েছে৷ এই মুহূর্তে সারা দেশে প্রচুর করোনা আক্রান্ত সেরে উঠছেন৷ এরই মধ্যে রয়েছে মধ্যপ্রদেশও৷ করোনা হারিয়ে বাড়ি ফেরার সময় আনন্দে নাচ করেছেন ৮৪ বছরের এক বৃদ্ধা৷ তাঁর নাচের ভিডিও সোশ্যাল মিডায়ায় হয় ভাইরাল৷ তাঁর চোখে মুখে মারণ করোনাকে হারানোর আনন্দ ছিল চোখে পড়ানোর মতে৷

advertisement

এদিকে এরইমধ্যে আরও একবার আজব কারণে শিরোনামে মধ্যপ্রদেশ৷ দেখে নিন এএনআইয়ের ট্যুইট৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

এদিকে সিহোর জেলার কোভিড সেন্টারে ভর্তি ৮৪ বছরের দাদি লালবাই শ্যামপুর গ্রামের বাসিন্দা৷  দিন কয়েক আগে করোনা ভাইরাস সংক্রমণের কারণে তাঁকে স্থানীয় কোভিড সেন্টারে ভর্তি করা হয়েছিল৷ জীবনের এই পর্বে করোনা হওয়ায় তিনি প্রচণ্ড আতঙ্কিত হয়েছিলেন৷ কিন্তু বৃদ্ধার জীবনীশক্তি দারুণ ছিলে৷ তাই ওই বয়সেও মারণ করোনাকে হারিয়ে সেরে ওঠেন তিনি৷ লীলাবতী সেরে ওঠেন আর শুধু সেটাই নয় কোভিড সেন্টার থেকে নাচতে নাচতে বাড়ি ফিরে যান তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
লুডো খেলায় ‘বাবা ঠকিয়েছে’ আদালতে চলে গেল ২৪ বছরের তরুণী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল